সালাত

  1. Golam Rabby

    প্রশ্নোত্তর ওয়াক্তের মধ্যে প্রবেশের পর ছালাত আদায়ের পূর্বেই যদি ঋতু শুরু হয়ে যায়, সেক্ষেত্রে পবিত্র হওয়ার পর উক্ত ছালাতের ক্বাযা আদায় করতে হবে কি?

    উত্তর : এ বিষয়ে বিদ্বানদের মতপার্থক্য থাকলেও ক্বাযা আদায় করাই কর্তব্য এবং অধিক সতর্কতাপূর্ণ। কারণ আল্লাহ তা‘আলা তার জন্য ছালাতের ওয়াক্ত শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ছালাত আদায়ের অবকাশ দিয়েছিলেন। অতএব কোন ছালাতের ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে হায়েয শুরু হ’লে উক্ত ছালাতের কাযা আদায় করবে (ইবনু তায়মিয়াহ...
  2. Golam Rabby

    সালাত ঈদের অতিরিক্ত তাকবীরগুলোতে হাত তোলার বিধান

    ফিকহুস সুন্নাহ'র লেখক সাইয়্যিদ সাবিক ঈদের তাকবীরগুলোতে হাত উত্তোলন করা সুন্নাত বললে তার জবাবে আমি [আলবানী] বলব, সঠিক কথা হচ্ছে, হাত উত্তোলন করা সুন্নাত নয়। কারণ, তা নবী ﷺ থেকে প্রমাণিত নয়। উমার ও আবদুল্লাহ ইবন উমার থেকে হাত উত্তোলনের কথা বর্ণিত হলেও তাকে সুন্নাত গণ্য করা যায় না। স্বয়ং লেখক...
  3. আবদুছ সোহেল

    সালাত সালাম ফিরানোর সময় চোখ কোন দিকে থাকবে? কাঁধের দিকে না যেকোন স্থানে? বিস্তারিত জানতে চাই।

    উত্তর : সালাম ফিরানোর সময় মুছল্লী স্বাভাবিকভাবে ডানে ও বামে দৃষ্টিপাত করে সালাম ফিরাবে (মুসলিম হা/৪৩১)। আর যদি একাকী ছালাত আদায় করে, তাহ’লে ডানে ও বামে থাকা ফেরেশতাদেরকে সালাম প্রদানের নিয়ত করবে (নববী, আল-মাজমূ‘ ৩/৪৫৬, ৪৬২; উছায়মীন, আশ-শারহুল মুমতে’ ৩/২০৮)। সূত্র: মাসিক আত-তাহরীক।
  4. Golam Rabby

    প্রশ্ন বেনামাজীর সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে?

    যে ব্যক্তি ইচ্ছাকৃত অলসতা করে সালাত ত্যাগ করে, কোনো ওয়াক্ত পড়ে আবার কোনো ওয়াক্ত পড়ে না; তবে সে সালাত অস্বীকার করে না। এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি?
  5. Abu Abdullah

    সালাত মসজিদের মধ্যে কবর থাকলে তাতে সালাত আদায় করার বিধান

    যদি কোন মসজিদের মধ্যে কবর পাওয়া যায়। তবে দেখতে হবে কোনটি প্রথম নির্মিত হয়েছে। যদি মসজিদই সর্ব প্রথম নির্মিত হয়ে থাকে এবং পরবর্তীতে মসজিদের মধ্যে মৃতকেকরা হয় তবে ঐ কবর খুঁড়ে সেখান থেকে লাশ বা লাশের অবশিষ্ট হাড়-হাড্ডিগুলো বের করে মুসলমানদের কবরস্থানে পুনরায় দাফন করা অপরিহার্য। যারা এভাবে দাফন...
  6. Abu Abdullah

    প্রশ্নোত্তর জানাযার সালাতে সূরা ফাতিহা পড়া পড়তে হবে?

    জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার ব্যাপারটি যদিও মতবিরোধ পূর্ণ। তবে সবচেয়ে বিশুদ্ধ মত হল, জানাযার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। কারণ: ১) প্রখ্যাত সাহাবী উবাদা বিন সামেত রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: « لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ » "যে...
  7. Golam Rabby

    সালাত যে ইমাম তাবীযের ব্যবসা করে, তার পিছনে সালাত আদায় বৈধ হবে কী?

    উত্তর: উক্ববাহ ইবনু আমীর (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি তাবীয ঝুলায় (পরিধান করে) আল্লাহ যেন তার আশা পূরণ না করেন। যে ব্যক্তি কড়ি, শঙ্খ বা শামুক ঝুলায় তাকে যেন আল্লাহ রক্ষা না করেন’। (মুসনাদে আহমাদ, হা/১৭৪০৪, সনদ ছহীহ) অন্যত্র একই রাবী বলেন, ‘একদল মানুষ রাসূল (ﷺ)-এর নিকট...
  8. Golam Rabby

    সালাত জামাআতে সালাতের শেষের দুই রাকআত পেলে, মাসবুক ব্যক্তি কি পরের দু'রাকআতে সূরা ফাতিহার পর অন্য সূরা যোগ করবে?

    উত্তরঃ ইমামের জন্য সেটি তৃতীয় ও চতুর্থ রাকআত হলেও মাসবুকের জন্য সেটি প্রথম ও দ্বিতীয় রাকআত (ইসলামকিউএ.ইনফো, ফতোয়া নং ২৩৪২৬)। হাফেজ ইবনে হাজার আসকালানী ইমাম নববী বলেন, মাসবুক ব্যক্তি ইমামের সাথে যতটুকু পাবে, সেটুকুই তার প্রথম সালাত হিসেবে বিবেচিত হবে (ফাৎহুল বারী, ২/১১৮; আল মাজমূঊ, ৪/৪২০ পৃঃ)।...
  9. Abu Abdullah

    সালাত সালাত ত্যাগকারীর আত্মীয়-স্বজন কেউ মারা গেলে তার পরিত্যক্ত সম্পদের ভাগ সে পাবে না

    সালাত ত্যাগকারীর আত্মীয়-স্বজন কেউ মারা গেলে তার পরিত্যক্ত সম্পদের ভাগ সে পাবে না। যেমন কোন সালাত আদায়কারী ব্যক্তি একটি সালাত ত্যাগকারী ছেলে ও একজন সালাত আদায়কারী চাচাতো ভাই রেখে মারা গেল তখন তার পরিত্যক্ত পুরো সম্পদের মালিক হবে তার চাচাতো ভাই। তার ছেলে কিছুই পাবে না। কারণ, সে কাফির। উসামা...
  10. Abu Abdullah

    সালাত সালাত ত্যাগকারী ব্যক্তি মক্কা-মদীনা তথা উভয় হারাম শরীফের এলাকায় ঢুকতে পারবে না

    সালাত ত্যাগকারী ব্যক্তি মক্কা-মদীনা তথা উভয় হারাম শরীফের এলাকায় ঢুকতে পারবে না। আল্লাহ্ তা'আলা বলেনঃ يَّاتُهَا الَّذِيْنَ أمِنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا “হে মু'মিন সম্প্রদায়! মুশরিকরা একেবারেই অপবিত্র। অতএব তারা যেন এ...
  11. Abu Abdullah

    সালাত সালাত ত্যাগকারী ব্যাক্তি কোন পশু জবাই করলে তা খাওয়া জায়েয নয়

    সালাত ত্যাগকারী কোন পশু জবাই করলে তা খাওয়া জায়েয হবে না। কারণ, জবাইকৃত পশুটি হারাম হয়ে গেল। তবে নিজ ধর্মে অটল কোন ইহুদী বা খ্রীষ্টান কোন পশু জবাই করলে তা খাওয়া যাবে। তাহলে এটাই বুঝা যাচ্ছে যে, সলাত ত্যাগকারীর জবাইকৃত পশু ইহুদী বা খ্রীষ্টানদের জবাইকৃত পশুর চাইতেও নিকৃষ্ট।
  12. Abu Abdullah

    বিবাহ ও দাম্পত্য সালাত ত্যাগকারীর নিকট কোন সালাত আদায়কারী মেয়েকে বিবাহ দেয়া বৈধ নয়

    সালাত ত্যাগকারীর নিকট কোন সালাত মেয়েকে বিবাহ দেয়া বৈধ নয় এমনকি বিবাহ সম্পাদিত হলেও তা রহিত বলে গণ্য হবে। তার জন্য উক্ত সলাত আদায়কারিণী মহিলা হালাল হবে না । আল্লাহ্ তা'আলা বলেনঃ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ، لَا هُنَّ حِلٌّ لَهُمْ وَلَا هُمْ...
  13. Abu Abdullah

    সালাত সালাত ত্যাগকারীর বিধান

    আপনি নিজ পরিবারবর্গকে সালাতের আদেশ দিচ্ছেন ; অথচ তারা এতটুকুও কর্ণপাত করছে না, এমতাবস্থায় আপনার করণীয় কি হতে পারে ? এ সম্পর্কে সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন সৌদি উচ্চ উলামা পরিষদের সদস্য জনাব মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন (রাহিমাহুল্লাহ) বলেনঃ তারা যদি একেবারেই সালাত না পড়ে তাহলে তারা কাফির...
  14. Abdullah Rakib

    সালাত ছালাতের সময় মুছহাফ বা অন্য কিছু দিয়ে দেখে দেখে তেলাওয়াত করা জায়েয নয়

    ইমাম ইবনু হাযম বলেন: “যে ছালাত পড়ছে তার জন্য মুছহাফ থেকে বা অন্য কিছু থেকে পড়া জায়েয নয়, সে ইমাম হোক বা অন্য কেউ, ইচ্ছা করে কেউ পড়লে তার ছালাত বাতিল হয়ে যাবে। তেমনিভাবে আয়াত গণনা করাও যাবে না, কারণ ছালাতে কিতাবের বিষয়ে চিন্তা করা এমন এক বিষয় যার জায়েয হওয়ার বিষয়ে কোন দালীল নেই। এটা ছালাফগণের...
  15. Golam Rabby

    সালাত বেহুঁশ ব্যক্তি কি ছুটে যাওয়া সালাত কাযা আদায় করবে?

    জবাব: বেহুঁশ ব্যক্তি কাযা আদায় করবে না। এটি ইবন উমার, তাউস, যুহরী, হাসান বাসরী, ইবন সীরীন ও আসিম ইবন বাহদালাহ এর মত; যেমনটি ইবন হাযম উল্লেখ করেছেন। (আস-সামারুল মুস্তাতাব, ১/৫৫) সূত্রঃ 'ফাতাওয়ায়ে আলবানী' বই থেকে, প্রশ্ন নং ২৩৪; প্রকাশনীঃপাবলিকেশন্স
  16. Golam Rabby

    প্রশ্নোত্তর কোন নারী সালাতের ওয়াক্ত হওয়ার পরে ঋতুগ্রস্ত হলে সেই ওয়াক্তের সালাত আদায় করতে হবে কী?

    জবাব : সালাতের ওয়াক্ত হওয়ার পর কোনো নারী হায়েযগ্রস্ত হলে (যেমন- যোহর সালাতের ওয়াক্ত আসার আধা ঘন্টা পর হায়েয গ্রস্ত হলো) সে নারী ঋতু অবস্থা শেষে পবিত্রতা অর্জনের পর ছুটে যাওয়া সেই সালাতের কাযা আদায় করবে। আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন, “নিশ্চয়ই সালাত মু’মিনদের উপর ওয়াক্ত অনুযায়ী ফরজ করা...
  17. Golam Rabby

    সালাত নামাযে বিসমিল্লাহ পড়ার বিধান

    উত্তরঃ বিসমিল্লাহ্‌ পড়া মুস্তাহাব; ওয়াজিব নয়। যদি সূরার প্রথম থেকে পড়ে সেক্ষেত্রে বিসমিল্লাহ্‌ পড়া মুস্তাহাব। মুসল্লি সূরা ফাতিহা পড়ার আগে বিসমিল্লাহ্‌ পড়বে। পক্ষান্তরে, সূরা ফাতিহার পরের তেলাওয়াতের ক্ষেত্রে যদি কোন সূরার শুরু থেকে পড়ে তাহলে বিসমিল্লাহ্‌ পড়বে; তবে সূরা তাওবা ছাড়া। কেননা সূরা...
  18. shipa

    সালাত লাইলাতুল কদর

    প্রশ্ন: লাইলাতুল কদরের রাত কতটি? সারা পৃথিবীতে একই সাথে কিভাবে লাইলাতুল ক্বদর হওয়া সম্ভব? লাইলাতুল ক্বদরের জন্য কয়েকটি সহজ আমল সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উত্তর: ‘লাইলাতুল কদর’ এটি গায়েবের অন্তর্ভুক্ত। আর গায়েবের মালিক একমাত্র মহান আল্লাহ্।(সূরা নামল, ২৭/৬৫)। “আলেমুল গায়েব” অর্থাৎ...
  19. shipa

    সালাত আয়নার সামনে নামায আদায় প্রসঙ্গ

    প্রশ্ন: আয়না সামনে রেখে নামায আদায়ের হুকুম কি? অনেকে বলেন, আয়না সামনে রেখে নামায বৈধ হবে না। আবার কেউ কেউ বলেন, কাপড় দিয়ে আয়না ঢেকে নেয়া জরুরী। সঠিকটি জানালে উপকৃত হব। উত্তর: নামায হল গুরুত্বপূর্ণ ইবাদত। নামায অবস্থায় নামাযীর অবস্থা কেমন হবে এ বিষয়ে কুরআন-সুন্নাহতে যথার্থ দিকনির্দেশনা এসেছে।...
  20. Abu Umar

    প্রশ্নোত্তর কোনো মসজিদে সুন্নাহভিত্তিক সালাত আদায় করা না হলে সে মসজিদে সালাত আদায় করার বিধান

    প্রশ্ন: পশ্চিমাঞ্চল, পোল্যান্ড-সহ বিভিন্ন দেশের কিছু যুবক সেসব বিদআতীদের পেছনে সালাত আদায় করে না যারা সম্মিলিতভাবে দরুদ পাঠ করে বা সম্মিলিতভাবে কুরআন তিলাওয়াত করে বা কাতার সোজা করে না বা জোরে আমীন বলে না। তারা সেসব ইমামদের পেছনে সালাত আদায় করে না যারা সালাতের সুন্নাত পালন করে না। জবাব: এমনটি...
Back
Top