আপনি এমন সালাত আদায় করবেন যা আপনার প্রিয় উপাস্যের উপযোগী

A

Anonymous User

Guest

ইমাম ইবনুল কাইয়্যেম রাহিমাহুল্লাহ বলেন,

একবার এক ইঁদুরের একটি উটকে দেখে ভালো লেগে যায়। ইঁদুর তখন তার প্রিয় উটটার রশি ধরে টেনে নিতে লাগলো, উটও রশির অনুসরণ করে হেঁটে চললো, অবশেষে ইঁদুর তার বন্ধু উটকে নিয়ে নিজের ঘরের দরজায় উপস্থিত হলো, অবস্থাদৃষ্টে উট থেমে গেল, যেন সে বলতে লাগলো: “হয় তুমি এমন ঘর বানাবে যা তোমার প্রিয় বন্ধুর উপযোগী হয় নতুবা তুমি এমন বন্ধু গ্রহণ করবে যা তোমার ঘরের উপযুক্ত হবে।”
ঠিক অনুরূপভাবেই, হয় আপনি এমন সালাত আদায় করবেন যা আপনার প্রিয় উপাস্যের উপযোগী , নতুবা আপনি এমন উপাস্য গ্রহণ করবেন যা আপনার সালাতের সাথে উপযোগী হবে।

- বাদায়েউল ফাওয়ায়িদ ৩/৭৫৪।
 
This user is banned.
Interaction with this account is disabled until the ban ends.
খুবই সুন্দর
 
Back
Top