জীবনী আবু যার গিফারী (রা:) সম্পর্কে কিছু কথা

  • Thread Author
প্রখ্যাত সাহাবী আবূ যার গিফারী (রাদিআল্লাহু আনহু) গিফার গোত্রের সদস্য ছিলেন। এই গোত্র ডাকাতি ও লুটপাটের জন্য পরিচিত ছিল। তবে তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন। মক্কায় রাসূলুল্লাহ-এর নবুওতের খবর শুনে সত্যের সন্ধানে তিনি মক্কায় আসেন। মক্কায় এসে তিনি রাসূলুল্লাহ-এর বার্তা শোনেন এবং তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি অত্যন্ত একনিষ্ঠ ছিলেন। তাঁর চিন্তা ছিল, এই মহান বার্তা কুরাইশদের কাছে প্রকাশ করতে হবে। রাসূলুল্লাহ তাঁকে সতর্ক করেছিলেন এবং ধৈর্যের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আবু যার তৎক্ষণাৎ মক্কার কা'বা চত্বরে গিয়ে উচ্চৈঃস্বরে কালেমা শাহাদত ঘোষণা করেন। কুরাইশরা এই ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়। তাঁকে নির্মমভাবে প্রহার করা হয়। ছাহাবী আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব, যিনি তখনো ইসলাম গ্রহণ করেননি, তাঁকে রক্ষা করেন। তিনি কুরাইশদের স্মরণ করিয়ে দেন, ‘গিফার গোত্র তোমাদের বাণিজ্যের রুট নিয়ন্ত্রণ করে। তাদের একজনকে হত্যা করলে তোমাদের ক্ষতি হবে।’

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে পুনরায় সতর্ক করেছিলেন মক্কায় নিজের পরিচয় প্রকাশ না করার জন্য। কিন্তু আবু যার আবারও কাবা চত্বরে গিয়ে ইসলাম ঘোষণা করেন। এবারও কুরাইশরা তাকে নির্মমভাবে আঘাত করে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে তাঁর গোত্রে ফিরে গিয়ে ইসলাম প্রচার করতে বলেন। তিনি নিজ গোত্রে ফিরে যান এবং তাঁর ভাই উনাইস এবং মাকে ইসলাম গ্রহণ করান। পরবর্তীতে তাঁর প্রচেষ্টায় গোত্রের অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করে। তিনি মদীনায় হিজরতের আগে পুরো গোত্রকে ইসলামে আনতে সক্ষম হন।

আবু যার গিফারী (রাদিআল্লাহু আনহু)-এর জীবনে দুঃখ-কষ্ট ছিল নিত্যসঙ্গী। তিনি সবসময় ইসলামের বার্তা প্রচার করতেন এবং দুনিয়ার ভোগ-বিলাস থেকে নিজেকে দূরে রাখতেন।

রাসূলুল্লাহ তাঁর সম্পর্কে বলেছিলেন, ‘আবু যার একাকী চলবেন, একাকী মারা যাবেন এবং একাকী ক্বিয়ামতে উঠবেন।’ [আবু দাউদ, তিরমিযী]

তিনি খলীফা উছমান (রাদিআল্লাহু আনহু)-এর সময় নিজের আদর্শের জন্য মদীনা ছেড়ে 'রাবযা' নামক এক নির্জন স্থানে চলে যান। সেখানে তিনি নিঃস্ব অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তাঁর কাছে কাফন দেয়ার মত কোন কাপড়ও ছিল না। আবু যার (রাদিআল্লাহু আনহু)-এর জীবন একনিষ্ঠতা, ত্যাগ এবং ধৈর্যের অনন্য উদাহরণ। তাঁর কষ্ট, সংগ্রাম এবং ইসলামের জন্য তাঁর ভালোবাসা মুসলিমদের জন্য প্রেরণার উৎস।

— ছহীহ মুসলিম, হা/৭৩১২ 'কিতাবুল ফাদায়েল'; ইবনু হিশাম, সীরাতে রাসূলুল্লাহ, প্রথম খণ্ড ইবনে কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩য় খণ্ডঃ ছহীহ বুখারী, হাদীছ হা/৩৮৬০
— মাসিল আল ইখলাছ, ডিসেম্বর ২০২৪
 
Back
Top