সবরবিষয়ক উম্মে সুলাইম (রা:) ও আবু তালহা (রা:) এর ঘটনা

  • Thread Author
উম্মু সুলাইম (রা:) ও আবু তালহা (রা:) এর ভালোবাসার সন্তান মারা গেলে উম্মে সুলাইম (রা:) স্বামীর উদ্দেশ্যে বলেন, ‘হে আবু তালহা, একদল লোক এক বাড়ির কর্তাকে কিছু ধার দিয়েছিল। এরপর তারা তাদের ধার দেওয়া বস্তু ফেরত চাইল। বাড়ির কর্তা এতে কি বাধা দিতে পারে?’ আবু তালহা (রা:) বললেন, ‘না, বাধা দিতে পারে না।’ তখন উম্মে সুলাইম (রা:) বললেন, ‘তাহলে আপনার পুত্রের ব্যাপারে ধৈর্য ধারণ করুন।’

– সহিহ মুসলিম : ৬২১৬; হাদিস একাডেমি
 
Last edited:
Back
Top