নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
“প্রত্যেক মানুষকে ৩৬০টি গ্রন্থি দিয়ে সৃষ্টি করা হয়েছে। অতএব যে ব্যক্তি এই গ্রন্থিগুলোর সমপরিমাণ সংখ্যক 'আল্লাহু আকবার' বলবে, 'আলহামদুলিল্লাহ' বলবে, 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলবে, 'সুবহানাল্লাহ' বলবে, 'আস্তাগফিরুল্লাহ' বলবে, মানুষের চলার পথ থেকে একটি...