হাসি ও কান্না - PDF

হাসি ও কান্না - PDF শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।

Author
শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।
অনাবৃষ্টি দেখা দিলে যেমন অনেক ভাই উলামার নিকট পানি প্রার্থনার দুআর আবেদন জানান, তেমনি অনেক ভাই আমার কাছে এই অভিযোগ জানান যে, ভোগ-বিলাসের মায়ায় মানুষের হৃদয় যেন কঠোর হয়ে গেছে। সুতরাং এমন কিছু বলুন বা লিখুন, যাতে মানুষ আল্লাহর ভয়ে কাঁদতে উদ্বুদ্ধ হয়।

প্রথমতঃ এ ব্যাপারে একাধিক জালসায় বক্তৃতা করি। তারপর লিখতে উদ্বুদ্ধ হই। যদি কোন শক্ত মনের মানুষের মন নরম হয়, যদি কেউ আল্লাহর ভয়ে কাদতে অভ্যাসী হয়ে যায়---সেই আশার বাসা বুকে বেঁধে লিখে শেষ করলাম। মানুষের হৃদয় মহান আল্লাহর দুই আঙ্গুলের মাঝে। তিনি চাইলে মনের পরিবর্তন ঘটাতে পারেন। তিনি মৃত ভূমিকে বৃষ্টি দিয়ে সঞ্জীবিত করেন। তিনি চাইলে মৃত হৃদয়কেও নম্রতা ও করুণার বৃষ্টি দিয়ে উজ্জীবিত করবেন। তিনিই তওফীকদাতা।
  • Like
Reactions: mdyasin999
Similar resources Most view View more
Back
Top