সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সালাত সম্পর্কিত দুআ

এই অধ্যায়ের অনুচ্ছেদ লিস্ট:
  1. তাকবীরে তাহরীমার পর পঠিত দুআ সমূহ
  2. সালাতের মাঝে শয়তানের কুমন্ত্রণা হতে বাঁচার দুআ
  3. রুকুর দুআ সমূহ
  4. রুকু থেকে উঠার দুআ
  5. রুকুর পরে দণ্ডায়মান অবস্থায় দুআ সমূহ
  6. সিজদায় পঠিতব্য দুআ সমূহ
  7. সিজদায় কুরআন পড়তে নিষেধ
  8. ধীরস্থিরভাবে সিজদার গুরুত্ব
  9. সিজদার দুআ সমূহ
  10. দুই সিজদার মধ্যবর্তী দুআ সমূহ
  11. সিজদার আয়াত পড়ে সিজদা দেওয়ার মহত্ত্ব
  12. সাধারণ অবস্থায় সিজদার আয়াত পড়ার পর দুআ
  13. সিজদার আয়াত পড়ে সিজদায় গিয়ে দুআ
  14. তাশাহুদ বা বৈঠকের দুআ
  15. রাসূল (ﷺ)-এর প্রতি দরূদ (শেষ বৈঠক)
  16. তাশাহুদের পর সালাম ফেরানোর আগে দুআ সমূহ (দুআ মাসূরা)
  17. সালাতের মধ্যে দুআ
  18. সলাতের মধ্যে হাঁচি দিলে
  19. ফজর ও মাগরিবের পরের দুআ সমূহ
  20. ফরয সালাতের পরে মাসনূন দুআ-মুনাজাত
  21. আয়াতুল কুরসী (সূরা আল-বাকারাহ্ ২:২৫৫)
  22. সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস
  23. সালাম ফিরানোর পর পঠিতব্য দুআ সমূহ
  24. পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয়
  25. সালাতের পরের দুআ
  26. ফজর সলাতের পরে পঠিতব্য দুআ
  27. ফজরের সালাতের পর দুআ
  28. সালাত সম্পর্কিত অন্যান্য দুআ সমূহ

সালাতের পরের দুআ

رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ (تَجْمَعُ) عِبَادَكَ​


উচ্চারণঃ রাব্বি ক্বিনী ‘আযা-বাকা ইয়াওমা তাব'আছু (তাজমাউ) 'ইবা-দাক

অনুবাদঃ হে আমার প্রভু, আমাকে রক্ষা করুন আপনার শাস্তি থেকে যেদিন আপনি পুনরুত্থিত করবেন আপনার বান্দাগণকে।

বারা ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমরা রসূলুল্লাহ্‌ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করতাম তখন পিছনে তাঁর ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম যাতে তিনি ঘুরে বসলে আমাদের দিকে মুখ করে বসেন। বারা ইবনু ‘আযিব (রাঃ) বলেন, আমি তাঁকে বলতে শুনেছি, (দুআটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্স: মুসলিমঃ ৭০৯



সালাতের পরের দুআ #২


اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা, ইন্নী আ’ঊযু বিকা মিনাল কুফ্‌রি ওয়াল ফাক্বরি, ওয়া ‘আযা-বিল ক্বাব্‌র

অনুবাদঃ হে আল্লাহ্‌, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কুফরি, দারিদ্র্য এবং কবরের আযাব থেকে।

রেফারেন্স: সহীহ। আন-নাসায়ীঃ ৫৪৬৫



সালাতের পরের দুআ #৩


اَللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা, আ’ইন্নী ‘আলা- জিকিরিকা ওয়া শুকরিকা ওয়া 'হুসনি ‘ইবা-দাতিক

অনুবাদঃ হে আল্লাহ্‌, আপনি আমাকে আপনার দুআ করতে, কৃতজ্ঞতা আদায় করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে তাওফীক ও ক্ষমতা প্রদান করুন।

মু'আয (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমার হাত ধরে বলেন, “মু'আয, আমি তোমাকে ভালোবাসি। ... মু'আয, আমি তোমাকে ওসীয়ত করছি, প্রত্যেক সালাতের পরে এ দুআটি বলা থেকে কখনো ভুলে যাবে না।”

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ১৫২২



সালাতের পরের দুআ #৪


اَللَّهُمَّ غْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ​


উচ্চারণঃ আল্লা-হুম্মাগফিরলী মা- ক্বাদ্দামতু, ওয়ামা- আখ্‌খারতু, ওয়ামা- আস্‌রারতু, ওয়ামা- আ'‌লানতু, ওয়ামা- আস্‌রাফতু, ওয়ামা- আনতা আ‘‌লামু বিহী মিন্নী। আনতাল মুক্বাদ্দিমু, ওয়া আনতাল মুআখ্‌খিরু, লা- ইলা-হা ইল্লা- আনতা

অনুবাদঃ হে আল্লাহ্‌, আপনি আমাকে ক্ষমা করুন আমি যা পূর্বে করেছি এবং পরে যা করেছি, গোপনে যা করেছি এবং প্রকাশ্যে যা করেছি এবং বাড়াবাড়ি করে যা করেছি এবং যে সকল গোনাহ আপনি আমার চেয়েও বেশি জানেন। আপনিই অগ্রবর্তী করেন, আপনিই পিছিয়ে দেন। আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই।

রাসূলুল্লাহ্‌ (ﷺ) তাশাহ্‌হুদের পরে সালামের আগে, [১] দ্বিতীয় বর্ণনায়: সালাত শেষে সালামের পর এ কথাগুলো বলতেন।” [২] দুটি বর্ণনাই সহীহ। সম্ভবত তিনি কখনো সালামের আগে ও কখনো পরে এ দুআটি পড়তেন।”

রেফারেন্স: [১] মুসলিমঃ ৭৭১ [২] সহীহ। আবু দাউদঃ ১৫০৯



সালাতের পরের দুআ #৫


সুহাইব (রাঃ) বলেন: রাসূলুল্লাহ্‌ (ﷺ) সালাত শেষ করার সময় এ দুআ বলতেন -

اَللَّهُمَّ أَصْلِحْ لِي دِيْنِيَ الَّذِي جَعَلْتَهُ عِصْمَةَ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِيْ، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِعَفْوِكَ مِنْ نِقْمَتِكَ، وَأَعُودُ بِكَ مِنْكَ، اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা, আস্বলি’হ্‌ লী দীনিয়াল লাযী জা'আল্‌তাহু, ‘ইস্ব্‌মাতা আমরী। ওয়া আস্বলি’হ্‌ লী দুন্‌ইয়া-ইয়াল্‌ লাতী জা'আলতা ফীহা- মা’আ-শী। আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বি রিদ্বা-কা মিন সাখাত্বিকা, ওয়াবি ‘আফ্‌ইকা মিন নিক্বমাতিকা, ওয়া আউযু বিকা মিনকা, আল্লা-হুম্মা, লা- মা-নি’আ লিমা- আ’‌ত্বাইতা, ওয়ালা- মু’ত্বিয়া লিমা মানা'‌তা, ওয়ালা- ইয়ানফা’উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু

অনুবাদঃ হে আল্লাহ্‌, আপনি আমার দ্বীনকে সংশোধিত-কল্যাণময় করুন, যাকে আপনি আমার রক্ষাকবজ বানিয়েছেন এবং আমার পার্থিব জীবনকে সংশোধিত করুন, যাতে আমার জীবন ও জীবিকা রেখেছেন। হে আল্লাহ্‌, আমি আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির নিকট, আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার নিকট এবং আপনার থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্‌, আপনি যা প্রদান করেন তা ঠেকানোর কেউ নেই। এবং আপনি যা প্রদান না করেন তা প্রদান করার ক্ষমতাও কারো নেই। এবং কোনো পারিশ্রমকারীর পরিশ্রম আপনার ইচ্ছার বাইরে তার কোনো উপকারে লাগে না।

রেফারেন্স: হাসান (ইবনে হাজার)। আলফুতুহুতুর রাব্বানিয়্যাহ ৩/৭১



সালাতের পরের দুআ #৬


اَللَّهُمَّ بِكَ أُحَاوِلُ وَبِكَ أُقَاتِلُ وَبِكَ أَصَاوِلُ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা বিকা উ’হা-উয়িলু, ওয়াবিকা উক্বা-তিলু, ওয়াবিকা আসা-উয়িল

অনুবাদঃ হে আল্লাহ্‌, আমি আপনার সাহায্যেই চেষ্টা করি, আপনার সাহায্যেই যুদ্ধ করি এবং আপনার সাহায্যে বীরত্ব প্রদর্শন করি ও বিজয়ী হই।

রেফারেন্স: সহীহ। দারেমীঃ ২/২১৭



সালাতের পরের দুআ #৭


১০০ বার বলবে -

اَللَّهُمَّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْم (التَّوَّابُ الْغَفُورُ)​


উচ্চারণঃ আল্লা-হুম্মাগ্‌ফির লী, ওয়াতুব্‌ ‘আলাইয়্যা, ইন্নাকা আন্‌তাত তাওয়া-বুর রাহীম (অন্য বর্ণনায়: তাওয়াবুল গাফূর)

অনুবাদঃ হে আল্লাহ্‌, আপনি আমাকে ক্ষমা করুন, এবং তাওবাহ কবুল করুন; নিশ্চয় আপনি তাওবা-কবুলকারী করুণাময় (অন্য বর্ণনায়: তাওবা কবুলকারী ক্ষমাশীল)

"একজন আনসারী সাহাবী (রাঃ) বলেন: “আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে সালাতের পরে এ দুআ বলতে শুনেছি ১০০ বার।” এ হাদীসের দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে: “রাসূলুল্লাহ্‌ (ﷺ) দোহার বা চাশতের দু' রাক'আত সালাত আদায় করেন। এরপর এ দুআ ১০০ বার পাঠ করেন। দুটি বর্ণনাই সহীহ। অন্তত সালাতুদ দোহার' পরে এ দুআটি ১০০ বার পাঠ করার বিষয়ে সকল যিকির কারী মনোযোগী হওয়া উচিত।"

রেফারেন্স: সহীহ। সহিহাহঃ ৫৫৬, আহমাদঃ ৫৫৬৪



সালাতের পরের দুআ #৮


اَللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوْبِي وَخَطَايَايَ كُلَّهَا اَللَّهُمَّ أَنْعِشْنِيْ وَاجْبُرْنِيْ وَاهْدِنيْ لِصَالِحِ الْأَعْمَالِ وَالْأَخْلَاقِ فَإِنَّهُ لَا يَهْدِيْ لِصَالِحِهَا وَلَا يَصْرِفُ سَيِّئَهَا إِلَّا أَنْتَ​


উচ্চারণঃ আল্লা-হুম্মাগ্‌ফির্‌লী যুনূবী ওয়া খাত্বা-ইয়া-ইয়া কুল্লাহা-, আল্লা-হুম্মা, আন’ইশ্‌নী, ওয়াজবুরনী, ওয়াহদিনী লিস্বা-লি’হিল আ'‌মা-লি ওয়াল্‌ আখলা-ক্বি, ফা ইন্নাহু লা- ইয়াহ্‌দী লিস্বা-লি’হিহা-, ওয়ালা- ইয়াস্‌রিফু সাইয়্যিয়াহা- ইল্লা- আনতা

অনুবাদঃ হে আল্লাহ্‌, আপনি আমার সকল ভুল ও গোনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ্‌, আপনি আমাকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করুন, আমাকে পূর্ণ করুন এবং আমাকে উত্তম কর্ম ও আচরণের তাওফীক প্রদান করুন; কারণ আপনি ছাড়া আর কেউ উত্তম কর্ম ও ব্যবহারের পথে নিতে পারে না বা খারাপ কর্ম ও আচরণ থেকে রক্ষা করতে পারে না।

আবু উমামা (রাঃ) ও আবু আইয়ুব (রাঃ) বলেন: “ফরয ও নফল যে কোনো সালাতে তোমাদের নবী (ﷺ)-এর কাছে যখনই গিয়েছি, তখনই শুনেছি তিনি সালাত শেষে ঘুরার বা উঠার সময় এ দুআটি বলেছেন।”

রেফারেন্স: হাসান। সহীহ আল-জামিঃ ১২৬৬



সালাতের পরের দুআ #৯


اَللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِيْ وَوَسِّعْ لِي فِي دَارِيْ وَبَارِكْ لِي فِي رِزْقِيْ​


উচ্চারণঃ আল্লা-হুম্মাগ্‌ফির লী যান্‌বী ওয়া ওয়াস্‌সি’য়্‌ লী ফী দা-রী ওয়া বা-রিক্‌ লী ফী রিঝ‌ক্বি

অনুবাদঃ হে আল্লাহ্‌, আপনি আমার পাপ ক্ষমা করুন, আমার বাড়িকে প্রশস্ত করে দিন এবং আমার রিযিকে বরকত দান করুন।

আবু মূসা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে ওযূর পানি এনে দিলাম। তখন তিনি ওযূ করেন, সালাত আদায় করেন এবং তিনি এ দুআ পাঠ করেন।

রেফারেন্স: হাসান। সহীহ আল-জামিঃ ১২৬৫



সালাতের পরের দুআ #১১

রাসূলুল্লাহ্‌ (ﷺ) সালাম ফিরানোর পর একবার বলতেন -

اَللَّهُ اَكْبَرُ​


উচ্চারণঃ আল্লা-হু আকবার

অনুবাদঃ আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।

রেফারেন্স: বুখারীঃ ৮৪২



 
দুআ ও রুকইয়াহ। কৃতজ্ঞতায়: IRD

Book Chapters

Overview
  • Views: 86
দুআর গুরুত্ব
  • Views: 103
আল্লাহ্‌র কাছে যে জিনিসটি চাওয়া সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ
  • Views: 72
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে রেহাই
  • Views: 66
দ্বীনের উপর অটল থাকার দুআ
  • Views: 89
সকল কাজে উত্তম পরিণতির দুআ
  • Views: 49
নিয়ামাত বা অনুগ্রহের প্রার্থনা
  • Views: 71
বিভীষিকা, দুর্দশা, মন্দ পরিণতি ও শত্রুর উল্লাস থেকে আশ্রয়
  • Views: 43
যিকিরের ফযীলত
  • Views: 182
দুআ কবুলের সময় ও স্থান সমূহ
  • Views: 231
যাদের দুআ কবুল হয়
  • Views: 181
কখন কি বলা সুন্নাহ
  • Views: 308
সকাল-সন্ধ্যার জিকির ও ফযীলত
  • Views: 198
কর্মব্যস্ত অবস্থার জিকির
  • Views: 96
হাদিসে বর্ণিত কিছু দুআ সমূহ
  • Views: 116
রাব্বানা দিয়ে দুআ সমূহ
  • Views: 48
ঘুমানোর আগে ও পরের দুআ সমূহ
  • Views: 161
কাপড় পরিধান সম্পর্কিত দোয়া সমূহ
  • Views: 78
ঘর-বাড়ি সম্পর্কিত দুআ
  • Views: 56
আযান ও ইকামত সম্পর্কিত দুআ
  • Views: 84
ওযূ সম্পর্কিত দুআ
  • Views: 58
মসজিদ সম্পর্কিত দুআ
  • Views: 82
সালাত সম্পর্কিত দুআ
  • Views: 309
বিতর ও অন্যান্য সালাত সম্পর্কিত দুআ
  • Views: 100
অসুস্থ ব্যক্তির জন্য দুআ সমূহ
  • Views: 261
জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা করণীয়
  • Views: 52
ইসমু আযম, আল্লাহ্‌র নামের ওসীলার দুআ সমূহ
  • Views: 58
তাওবা-ইসতিগফার সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 128
যেসকল ইস্তেগফার কুরআনে বর্ণিত হয়েছে
  • Views: 120
তাওবার ব্যপারে কুরআন ও হাদীসের বাণী
  • Views: 48
শয়তান ও তার কুমন্ত্রণা তাড়ানোর দুআ সমূহ
  • Views: 83
সন্তানের নিরাপত্তা সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 50
অনিষ্ট সম্পর্কিত অন্যান্য দুআ সমূহ
  • Views: 88
অন্তরে কুমন্ত্রণা অনুভব করলে
  • Views: 42
ক্ববরের আযাব ও দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া
  • Views: 51
রাগান্বিত অবস্থায় দুআ সমূহ
  • Views: 43
মৃতের জন্য করনীয় সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 68
জানাযার দুআ সমূহ
  • Views: 105
খাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচার ও দুআ সমূহ
  • Views: 90
Top