Informant
Reporter
Salafi User
- Joined
- Aug 6, 2024
- Threads
- 84
- Comments
- 94
- Solutions
- 1
- Reactions
- 1,180
- Thread Author
- #1
শিশুর গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু ভেঙে যাবে কি না, এ বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে (আল্লাহ তাঁদের সকলের ওপর রহমত বর্ষণ করুন)।
প্রথম মত: উযু ভেঙে যাবে
এই মতানুসারে, বড়দের মতো শিশুদের গুপ্তাঙ্গ স্পর্শ করলেও উযু ভেঙে যায়।
ইমাম ইবনে কুদামা (রহ.) বলেন: "যে বর্ণনা অনুযায়ী গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু ভেঙে যায়, সেখানে নারী-পুরুষ এবং শিশু-প্রাপ্তবয়স্কের মধ্যে কোনো পার্থক্য নেই।" [আল-মুগনি ১/১১৮]
সৌদি স্থায়ী ফতোয়া কমিটি (Lajnah Da'imah): তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, বাচ্চার কাপড় পাল্টানোর সময় তার গুপ্তাঙ্গ স্পর্শ লাগলে উযু ভেঙে যাবে কি না? তাঁরা উত্তর দেন— "মাঝখানে কোনো আবরণ (কাপড়) ছাড়া সরাসরি গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু ভেঙে যাবে, চাই সে শিশু হোক বা প্রাপ্তবয়স্ক। এটি সেই বর্ণনার ওপর ভিত্তি করে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'যে ব্যক্তি তার গুপ্তাঙ্গ স্পর্শ করবে সে যেন উযু করে'।" [ফাতাওয়া আল-লাজনাহ, ৫/২৬৫]
দ্বিতীয় মত: উযু ভাঙবে না
এই মতানুসারে, শিশুর গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু নষ্ট হয় না।
ইমাম ইবনে কুদামা (রহ.) আরও উল্লেখ করেন: "ইমাম যুহরী এবং আওযায়ী (রহ.)-এর মতে, শিশুর গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু করার প্রয়োজন নেই।" [আল-মুগনি ১/১১৮]
শায়খ ইবনে উসাইমিন (রহ.): তাঁকে প্রশ্ন করা হয়েছিল শিশুকে গোসল বা পরিষ্কার করানোর সময় কি উযু ভেঙে যায়? তিনি উত্তরে বলেন "না, শিশুর গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু ভাঙে না। মূলত বড়দের ক্ষেত্রেও কামভাব বা উত্তেজনা সহকারে স্পর্শ করলে উযু ভাঙে।" তিনি যুক্তি দেন যে, শিশুকে পরিষ্কার করার সময় কোনো কামভাব থাকে না, তাই উযু ভাঙার প্রশ্নই আসে না। [লিকা আল-বাব আল-মাফতুহ]
উপসংহার (অধিকতর শক্তিশালী মত):
সন্তানকে পরিষ্কার বা ধোয়া-মোছার সময় মায়ের উযু নষ্ট হয় না। কারণ এটি একটি নিত্যনৈমিত্তিক প্রয়োজনীয় কাজ যা বারবার করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময় সাহাবীগণের স্ত্রীরা নিয়মিত তাঁদের সন্তানদের দেখাশোনা করতেন, কিন্তু এমন কোনো প্রমাণ নেই যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের প্রতিবার উযু করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহই ভালো জানেন।
উৎস: القناة الرسمية للشيخ الباحث المفيد أبي عبد الله فيصل الحاشدي
প্রথম মত: উযু ভেঙে যাবে
এই মতানুসারে, বড়দের মতো শিশুদের গুপ্তাঙ্গ স্পর্শ করলেও উযু ভেঙে যায়।
ইমাম ইবনে কুদামা (রহ.) বলেন: "যে বর্ণনা অনুযায়ী গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু ভেঙে যায়, সেখানে নারী-পুরুষ এবং শিশু-প্রাপ্তবয়স্কের মধ্যে কোনো পার্থক্য নেই।" [আল-মুগনি ১/১১৮]
সৌদি স্থায়ী ফতোয়া কমিটি (Lajnah Da'imah): তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, বাচ্চার কাপড় পাল্টানোর সময় তার গুপ্তাঙ্গ স্পর্শ লাগলে উযু ভেঙে যাবে কি না? তাঁরা উত্তর দেন— "মাঝখানে কোনো আবরণ (কাপড়) ছাড়া সরাসরি গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু ভেঙে যাবে, চাই সে শিশু হোক বা প্রাপ্তবয়স্ক। এটি সেই বর্ণনার ওপর ভিত্তি করে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'যে ব্যক্তি তার গুপ্তাঙ্গ স্পর্শ করবে সে যেন উযু করে'।" [ফাতাওয়া আল-লাজনাহ, ৫/২৬৫]
দ্বিতীয় মত: উযু ভাঙবে না
এই মতানুসারে, শিশুর গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু নষ্ট হয় না।
ইমাম ইবনে কুদামা (রহ.) আরও উল্লেখ করেন: "ইমাম যুহরী এবং আওযায়ী (রহ.)-এর মতে, শিশুর গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু করার প্রয়োজন নেই।" [আল-মুগনি ১/১১৮]
শায়খ ইবনে উসাইমিন (রহ.): তাঁকে প্রশ্ন করা হয়েছিল শিশুকে গোসল বা পরিষ্কার করানোর সময় কি উযু ভেঙে যায়? তিনি উত্তরে বলেন "না, শিশুর গুপ্তাঙ্গ স্পর্শ করলে উযু ভাঙে না। মূলত বড়দের ক্ষেত্রেও কামভাব বা উত্তেজনা সহকারে স্পর্শ করলে উযু ভাঙে।" তিনি যুক্তি দেন যে, শিশুকে পরিষ্কার করার সময় কোনো কামভাব থাকে না, তাই উযু ভাঙার প্রশ্নই আসে না। [লিকা আল-বাব আল-মাফতুহ]
উপসংহার (অধিকতর শক্তিশালী মত):
সন্তানকে পরিষ্কার বা ধোয়া-মোছার সময় মায়ের উযু নষ্ট হয় না। কারণ এটি একটি নিত্যনৈমিত্তিক প্রয়োজনীয় কাজ যা বারবার করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময় সাহাবীগণের স্ত্রীরা নিয়মিত তাঁদের সন্তানদের দেখাশোনা করতেন, কিন্তু এমন কোনো প্রমাণ নেই যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের প্রতিবার উযু করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহই ভালো জানেন।
উৎস: القناة الرسمية للشيخ الباحث المفيد أبي عبد الله فيصل الحاشدي
Last edited: