Salafi
Salafi User
- Joined
- Oct 12, 2024
- Threads
- 46
- Comments
- 76
- Reactions
- 493
- Thread Author
- #1
শিরক থেকে সতর্কতা — বিপদে শুধু আল্লাহকেই ডাকুন
বিপদ-আপদে, দুর্ঘটনার সময় আল্লাহকে বাদ দিয়ে “ও মা!”, “ও বাবা!”, “হায় হুজুর!”, “হায় গাউস” ইত্যাদি গায়েবি ডাকা শিরক।
কারণ—অনুপস্থিত কেউ আপনার ডাকে সাড়া দিতে বা সাহায্য করতে পারে না। একমাত্র আল্লাহই সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাশালী।
আল্লাহ তাআলা বলেন:
“যখন তাদের উপর বিপদ আসে, তারা বলে: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা নিশ্চয়ই তাঁর কাছেই প্রত্যাবর্তন করব।’”
— [সুরা আল-বাকারাহ ২:১৫৬]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“কোনো মুসলিমের উপর মুসীবত এলে, যদি সে বলে: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ, হে আল্লাহ! আমার এই মুসীবতে তুমি আমাকে সওয়াব দান কর এবং এর বিনিময়ে আমাকে এর চেয়ে উত্তম দান কর—তবে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম দান করেন।”
— [সহীহ মুসলিম, হাদিস: ৯১৮]
দোয়া (আরবি):
اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
উচ্চারণ:
আল্লাহুম্মা আজিরনী ফি মুসীবাতি ওয়া আখলিফ লি খাইরান মিনহা
অর্থ:
হে আল্লাহ! আমার মুসীবতে আমাকে সওয়াব দান করুন এবং এর বিনিময়ে আমাকে এর চেয়ে উত্তম দান করুন।
তাই বিপদে পড়লে শুধু আল্লাহকেই ডাকুন, তবেই মুক্তি মিলবে।
বিপদ-আপদে, দুর্ঘটনার সময় আল্লাহকে বাদ দিয়ে “ও মা!”, “ও বাবা!”, “হায় হুজুর!”, “হায় গাউস” ইত্যাদি গায়েবি ডাকা শিরক।
কারণ—অনুপস্থিত কেউ আপনার ডাকে সাড়া দিতে বা সাহায্য করতে পারে না। একমাত্র আল্লাহই সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাশালী।
আল্লাহ তাআলা বলেন:
“যখন তাদের উপর বিপদ আসে, তারা বলে: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা নিশ্চয়ই তাঁর কাছেই প্রত্যাবর্তন করব।’”
— [সুরা আল-বাকারাহ ২:১৫৬]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“কোনো মুসলিমের উপর মুসীবত এলে, যদি সে বলে: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ, হে আল্লাহ! আমার এই মুসীবতে তুমি আমাকে সওয়াব দান কর এবং এর বিনিময়ে আমাকে এর চেয়ে উত্তম দান কর—তবে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম দান করেন।”
— [সহীহ মুসলিম, হাদিস: ৯১৮]
দোয়া (আরবি):
اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
উচ্চারণ:
আল্লাহুম্মা আজিরনী ফি মুসীবাতি ওয়া আখলিফ লি খাইরান মিনহা
অর্থ:
হে আল্লাহ! আমার মুসীবতে আমাকে সওয়াব দান করুন এবং এর বিনিময়ে আমাকে এর চেয়ে উত্তম দান করুন।
তাই বিপদে পড়লে শুধু আল্লাহকেই ডাকুন, তবেই মুক্তি মিলবে।
Last edited: