Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,140
- Comments
- 1,332
- Solutions
- 1
- Reactions
- 12,653
- Thread Author
- #1
প্রথম মত: সিজদায়ে সাহু দেয়া মুস্তাহাব। এটা ইমাম মালেক, আবু হানিফা, ইমাম আহমাদের একমত। ইবনু উসাইমীন রহিমাহুল্লাহ এই মতকে পছন্দ করেন। তিনি বলেন, কোনো মানুষ ভুলবশত সুন্নাত ছেড়ে দিলে এটা আদায় করতে পারে। সুতরাং সিজদায়ে সাহু এটাও একটা সুন্নাত, তাই এটা দিতে হবে। আর যদি সুন্নাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সিজদায়ে সাহু দিতে পারবে না, কারণ এখানে কারণ অর্থাৎ ভুল পাওয়া যায়নি।
দ্বিতীয় মত: সিজদায়ে সাহু দেয়া মুস্তাহাব নয়। এটা আওযায়ী, শাফেয়ীদের মত ও আহমাদের একটি মত। তাদের দলীল: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মুস্তাহাব ছেড়ে দিলে সিজদায়ে সাহু দিতে হবে মর্মে কোনো হাদীস বর্ণিত হয়নি। আর সিজদায়ে সাহু হচ্ছে সালাতে অতিরিক্ত একটা বিষয়। সুতরাং দলীল ছাড়া এটা দেয়া জায়েয হবে না।
প্রাধান্যযোগ্য মত: প্রাধান্যযোগ্য মত হচ্ছে দ্বিতীয় মত। আল্লাহ ভালো জানেন।
(মুগনী: ২/৩১; মাজমু: ৪/৫৩-৫৫; শারহুল মুমতি: ৩/৩৯২)
– মিসকুল খিতাম (১ম খন্ড), মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
দ্বিতীয় মত: সিজদায়ে সাহু দেয়া মুস্তাহাব নয়। এটা আওযায়ী, শাফেয়ীদের মত ও আহমাদের একটি মত। তাদের দলীল: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মুস্তাহাব ছেড়ে দিলে সিজদায়ে সাহু দিতে হবে মর্মে কোনো হাদীস বর্ণিত হয়নি। আর সিজদায়ে সাহু হচ্ছে সালাতে অতিরিক্ত একটা বিষয়। সুতরাং দলীল ছাড়া এটা দেয়া জায়েয হবে না।
প্রাধান্যযোগ্য মত: প্রাধান্যযোগ্য মত হচ্ছে দ্বিতীয় মত। আল্লাহ ভালো জানেন।
(মুগনী: ২/৩১; মাজমু: ৪/৫৩-৫৫; শারহুল মুমতি: ৩/৩৯২)
– মিসকুল খিতাম (১ম খন্ড), মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
Last edited: