- Joined
- Feb 23, 2023
- Threads
- 347
- Comments
- 399
- Reactions
- 1,882
- Thread Author
- #1
অসতর্কতা কিংবা ভুলবশত কোনো ব্যক্তির শরীরে লাথি লেগে গেলে করনীয় কিছু নেই।
তবে, সামাজিকভাবে তার কাছে দুঃখ প্রকাশ করতে পারে। আর কুরআন, হাদীছ, ধর্মীয় ও সাধারণ কোন গ্রন্থে পা লাগলে তাতে সালাম কিংবা চুমু খাওয়ার শারঈ কোন ভিত্তি নেই। সেক্ষেত্রে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কেননা কুরআন ও হাদীছের ক্ষেত্রে সতকর্তা অবলম্বন করা জরুরি। তাকে পৃথক স্থানে রাখতে হবে। অসর্তকতার কারণে এমনটি হলে তা কুরআনকে অবমূল্যায়নের শামিল। তবে, إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ বলা যায়। কেননা যেকোনো মছীবতে এটি বলা যায় (আল-বাক্বারা, ১৫৬; বুখারী, অধ্যায়-৪১)।
উৎসঃ (ফাতওয়া বোর্ড আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ।)
মাসিক আল ইতিছাম, ফেব্রুয়ারি ,২০২৩।
তবে, সামাজিকভাবে তার কাছে দুঃখ প্রকাশ করতে পারে। আর কুরআন, হাদীছ, ধর্মীয় ও সাধারণ কোন গ্রন্থে পা লাগলে তাতে সালাম কিংবা চুমু খাওয়ার শারঈ কোন ভিত্তি নেই। সেক্ষেত্রে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কেননা কুরআন ও হাদীছের ক্ষেত্রে সতকর্তা অবলম্বন করা জরুরি। তাকে পৃথক স্থানে রাখতে হবে। অসর্তকতার কারণে এমনটি হলে তা কুরআনকে অবমূল্যায়নের শামিল। তবে, إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ বলা যায়। কেননা যেকোনো মছীবতে এটি বলা যায় (আল-বাক্বারা, ১৫৬; বুখারী, অধ্যায়-৪১)।
উৎসঃ (ফাতওয়া বোর্ড আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ।)
মাসিক আল ইতিছাম, ফেব্রুয়ারি ,২০২৩।
Last edited by a moderator: