সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

আদব ও শিষ্টাচার অন্য মানুষের শরীরে ভুলবশত পা গেলে করণীয় কী?

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,817
Credits
2,177
অসতর্কতা কিংবা ভুলবশত কোনো ব্যক্তির শরীরে লাথি লেগে গেলে করনীয় কিছু নেই।

তবে, সামাজিকভাবে তার কাছে দুঃখ প্রকাশ করতে পারে। আর কুরআন, হাদীছ, ধর্মীয় ও সাধারণ কোন গ্রন্থে পা লাগলে তাতে সালাম কিংবা চুমু খাওয়ার শারঈ কোন ভিত্তি নেই। সেক্ষেত্রে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কেননা কুরআন ও হাদীছের ক্ষেত্রে সতকর্তা অবলম্বন করা জরুরি। তাকে পৃথক স্থানে রাখতে হবে। অসর্তকতার কারণে এমনটি হলে তা কুরআনকে অবমূল্যায়নের শামিল। তবে, ‌إِنَّا ‌لِلَّهِ ‌وَإِنَّا ‌إِلَيْهِ رَاجِعُونَ বলা যায়। কেননা যেকোনো মছীবতে এটি বলা যায় (আল-বাক্বারা, ১৫৬; বুখারী, অধ্যায়-৪১)।

উৎসঃ (ফাতওয়া বোর্ড আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ।)
মাসিক আল ইতিছাম, ফেব্রুয়ারি ,২০২৩।
 
Last edited by a moderator:
Top