Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 982
- Comments
- 1,168
- Solutions
- 1
- Reactions
- 10,745
- Thread Author
- #1
অধিকাংশ আলেমদের অভিমত যে, জানাযার সকল তাকবীরে হাত উঠানো বাঞ্ছনীয়। ফিকহ এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে :
“ফিকাহের পণ্ডিতগণ সর্বসম্মতভাবে একমত যে, জানাযার নামায পড়া ব্যক্তি প্রথম তাকবীরে তার কাঁধের (বা তার কানের লতি) পর্যন্ত হাত উঠাবে। অতঃপর অবশিষ্ট তাকবীরগুলোতে হাত তোলার ব্যাপারে তাদের মতভেদ লক্ষনীয়।
শাফেয়ী ও হাম্বলী মাযহাব - এবং এটি (ইমাম) মালিকের দুটি বর্ণনার একটি এবং অনেক হানাফী ফকীহের দৃষ্টিভঙ্গি - এই অভিমত যে সালাত আদায়কারী ব্যক্তি প্রতিটি তাকবীরের সাথে তার হাত তুলবে।
যাইহোক, হানাফী মাযহাব তাদের পছন্দের মতামতে এবং (ইমাম) মালিক তার দ্বিতীয় বর্ণনায় – যা মালিকিদের প্রধান মতামত যে, ব্যক্তি জানাযার নামায পড়বে সে অবশিষ্ট তাকবীরের সাথে হাত তুলবে না।” [ইসলাম ওয়েব. নেট, ফতোয়া নং ৩৩৫৩৮০]
সৌদি সাবেক গ্রান্ড মুফতি শাইখ ইবনে বায (রাহিমাহুল্লাহ) বলেন : চার তাকবীরের সাথেই হাত উঠানো সুন্নত, কেননা এটা প্রমাণিত যে, ইবনে উমর ও ইবনে আব্বাস (রা) সকল তাকবীরের সাথেই হাত উঠাতেন। আদ-দারাকুতনি এটিকে একটি জায়িদ ইসনাদ সহ ইবনে উমর থেকে একটি মারফু সূত্রে বর্ণনা করেছেন। [মাজমু আল ফাতাওয়া, ১৩/১৪৮; ইসলাম কিউএ. ইনফো, ফতোয়া নং ১৫৪৬৫০]
“ফিকাহের পণ্ডিতগণ সর্বসম্মতভাবে একমত যে, জানাযার নামায পড়া ব্যক্তি প্রথম তাকবীরে তার কাঁধের (বা তার কানের লতি) পর্যন্ত হাত উঠাবে। অতঃপর অবশিষ্ট তাকবীরগুলোতে হাত তোলার ব্যাপারে তাদের মতভেদ লক্ষনীয়।
শাফেয়ী ও হাম্বলী মাযহাব - এবং এটি (ইমাম) মালিকের দুটি বর্ণনার একটি এবং অনেক হানাফী ফকীহের দৃষ্টিভঙ্গি - এই অভিমত যে সালাত আদায়কারী ব্যক্তি প্রতিটি তাকবীরের সাথে তার হাত তুলবে।
যাইহোক, হানাফী মাযহাব তাদের পছন্দের মতামতে এবং (ইমাম) মালিক তার দ্বিতীয় বর্ণনায় – যা মালিকিদের প্রধান মতামত যে, ব্যক্তি জানাযার নামায পড়বে সে অবশিষ্ট তাকবীরের সাথে হাত তুলবে না।” [ইসলাম ওয়েব. নেট, ফতোয়া নং ৩৩৫৩৮০]
সৌদি সাবেক গ্রান্ড মুফতি শাইখ ইবনে বায (রাহিমাহুল্লাহ) বলেন : চার তাকবীরের সাথেই হাত উঠানো সুন্নত, কেননা এটা প্রমাণিত যে, ইবনে উমর ও ইবনে আব্বাস (রা) সকল তাকবীরের সাথেই হাত উঠাতেন। আদ-দারাকুতনি এটিকে একটি জায়িদ ইসনাদ সহ ইবনে উমর থেকে একটি মারফু সূত্রে বর্ণনা করেছেন। [মাজমু আল ফাতাওয়া, ১৩/১৪৮; ইসলাম কিউএ. ইনফো, ফতোয়া নং ১৫৪৬৫০]
Last edited: