বিদআতিদের সাথে বসার বিষয়ে সর্তকতা- পর্ব: ২

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,129
Comments
1,321
Solutions
1
Reactions
12,518
• ইমাম হাসান বাছরী (রাহিমাহুল্লাহ) বলেন, 'তুমি বিদ'আতীর সাথে বসিও না। কেননা সে তোমার অন্তরকে আক্রান্ত করে দিবে'। – কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৪১

• ইবরাহীম (রাহিমাহুল্লাহ) বলেন, 'তোমরা বিদ'আতীদের সাথে বসবে না, তাদের সাথে কথাও বলবে না। কারণ আমি আশঙ্কা করছি যে, সে তোমাদের অন্তরকে বিকৃত করে দিবে'। – আশ শাতিবী, আল-ইতিছাম, ১ম খণ্ড, পৃ. ১৭২

• কতিপয় সালাফ হতে বর্ণিত, 'যে ব্যক্তি বিদ'আতীর সাথে বসবে তার পাপমুক্তির পথ ছিনিয়ে নেয়া হবে এবং তাকে নিজের প্রতি ন্যস্ত করা হবে'। – আশ শাতিবী, আল-ইতিছাম, ১ম খণ্ড, পৃ. ১৪০

• ইমাম ফুযাইল (রাহিমাহুল্লাহ) বলেন, 'যে ব্যক্তি বিদ'আতীর সাথে বসে তাকে হিকমত দেয়া হয় না'। – কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৪১

• ইয়াহইয়া ইবনু আবি কাছীর বলেন, 'যখন রাস্তায় তোমার বিদ'আতীর সাথে সাক্ষাৎ হবে তখন তুমি ভিন্ন রাস্তা গ্রহণ কর'। – কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৪০

• ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রাহিমাহুল্লাহ) বলেন, 'তুমি বিদ'আতীর সাথে বসা থেকে সতর্ক হও'। – কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৪০

[সমাপ্ত]
১ম পর্ব : Thread 'বিদআতিদের সাথে বসার বিষয়ে সর্তকতা- পর্ব: ১' বিদআতিদের সাথে বসার বিষয়ে সর্তকতা- পর্ব: ১
 
Back
Top