বিদআতীদের বিরুদ্ধে ফুদ্ধাইল ইবনু ইয়াদ্র রাহিমাহুল্লাহ'র কিছু উক্তি

Joined
Jun 12, 2024
Threads
198
Comments
283
Solutions
1
Reactions
2,039
ফুদ্বাইল ইবনু 'ইয়াদ্ব বলেন, "যে বিদআতীর সাথে বসে তাকে কোন জ্ঞান দেওয়া হয় না।"[১]

ফুদ্বাইল ইবনু 'ইয়াদ্ব বলেন, "কখনো একজন বিদআতীর সাথে বস না, কারণ আমার ভয় যে, তোমর উপর লানত নেমে আসবে।"[২]

ফুদ্বাইল ইবনু 'ইয়াদ্ব বলেন, "যে একজন বিদআতীকে ভালোবাসবে, তখন আল্লাহ তার আমলসমূহকে মূল্যহীন করে দিবেন এবং তার অন্তর থেকে ইসলামের আলো ছিনিয়ে নিবেন।"[৩]

ফুদ্বাইল ইবনু 'ইয়াদ্ব বলেন, "যখন তুমি দেখবে যে, কোন পথে কোন বিদআতী রয়েছে, তখন তুমি অন্য পথ অবলম্বন করবে।"[৪]

ফুদ্বাইল ইবনু 'ইয়াদ্ব বলেন, "যে একজন বিদআতীকে সম্মান করে, সে যেন ইসলাম ধ্বংসকরণে সহযোগিতা করল।"[৫]

ফুদ্বাইল ইবনু 'ইয়াদ্ব বলেন, "আমি একজন ইয়াহুদীর সাথে খাবার খাব, খ্রিষ্টানের সাথে খাবার খাব, কিন্তু বিদআতীর সাথে নয়।আমি এটি পছন্দ করি যে, আমার এবং বিদআতীর মাঝে, একটি সুরক্ষিত লৌহের দূর্গ থাকুক।"[৬]

ফুদ্বাইল ইবনু 'ইয়াদ্ব বলেন, "যদি আল্লাহ জ্ঞাত হন কোন ব্যক্তি বিদআতীকে ঘৃণা করে, তাহলে তিনি তাকে ক্ষমা করে দিবেন, যদিও তার আমল পরিমাণে অল্প হয়।"[৭]
______________________________________

[১]. আল-লালকাঈর শারহু উসূলি ই'তিক্বাদি আহলিস সুন্নাহ/২৬৩, ইবনু বাত্তাহর আল-ইবানাতুল কুবরা/৪৩৯; সানাদ সহিহ

[২]. আল-লালকাঈর শারহু উসূলি ই'তিক্বাদি আহলিস সুন্নাহ/২৬২, ইবনু বাত্তাহর আল-ইবানাতুল কুবরা/৪৪১; সানাদ সহিহ

[৩]. আল-লালকাঈর শারহু উসূলি ই'তিক্বাদি আহলিস সুন্নাহ/২৬৩, ইবনু বাত্তাহর আল-ইবানাতুল কুবরা/৪৪০, আবু নু'আইমের আল-হিলইয়াহ; ৮/১০৩, ইবনুল জাওযীর তালবীসু ইবলীস /১৫ যার সানাদ সহিহ]

[৪]. শারহুস সুন্নাহ/১৩৯

[৫]. ইবনুল বাত্তাহর আল-ইবানাতুল কুবরা/৪৯৩, আবু নু'আইমের আল-হিলইয়াহ; ৮/১০৩ এবং ইবনুল জাওযীর তালবীসু ইবলীস/১৬ যার সানাদ সহিহ।

[৬]. শারহুস সুন্নাহ/১৪০।

[৭]. আল-লালকাঈর শারহু উসূলি ই'তিক্বাদি আহলিস সুন্নাহ/১১৪৯, ইবনু বাত্তাহর আল-ইবানাতুল কুবরা/৪৭০ এবং এর সানাদ সহিহ, আবু নু'আইমের আল-হিলইয়াহ; ৮/১০৩।
 
Similar threads Most view View more
Back
Top