‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বিতর ও অন্যান্য সালাত সম্পর্কিত দুআ


ঘুম ভাঙার পরে সলাত শুরুর আগের যিকর

রাসূলুল্লাহ (ﷺ) যখন রাতে জাগতেন তখন ১০ বার বলতেন -

اَللَّهُ اَكْبَرُ​


উচ্চারণঃ আল্লাহু আকবার

অনুবাদঃ আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।

১০ বার-

اَلْحَمْدُ لِلَّهِ​


উচ্চারণঃ আল‘হামদু লিল্লা-হ

অনুবাদঃ সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য।

১০ বার-

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ​


উচ্চারণঃ সুবহা-নাল্লা-হি ওয়া বি’হামদিহী।

অনুবাদঃ ঘোষণা করছি আল্লাহ্‌র পবিত্রতার এবং তার প্রশংসা-সহ।

১০ বার-

سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ​


উচ্চারণঃ সুব’হা-নাল মালিকিল ক্বুদ্দূস

অনুবাদঃ পবিত্রতা ঘোষণা করছি মহা-পবিত্র মালিকের।

১০ বার-

اَسْتَغْفِرُ اللَّهَ​


উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হ

অনুবাদঃ আমি আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করছি।

১০ বার-

لَا إِلَهَ إِلَّا اللَّهُ​


উচ্চারণঃ লা- ইলা-হা ইল্লাল্লা-হ

অনুবাদঃ আল্লাহ্‌ ছাড়া কোনও হক্ব ইলাহ নেই।

অতঃপর তিনি ১০ বার বলতেন -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ ضِيْقِ الدُّنْيَا، وَضِيْقِ يَوْمِ الْقِيَامَةِ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নি আ’উযুবিকা মিন দ্বিক্বীদ দুন্‌ইয়া- ওয়া দ্বিক্বী ইয়াওমিল কিয়ামাহ্‌।

অনুবাদঃ হে আল্লাহ্‌! আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের যাবতীয় অভাব, সংকীর্ণতা ও বিপদগ্রস্ততা হতে আশ্রয় চাইছি।

শারীক আল-হাওযানী (রহঃ) থেকে বর্ণিতঃ একদা আমি ‘আয়িশাহ্‌র (রাঃ) নিকট গিয়ে বলি, রাসূলুল্লাহ (ﷺ) রাতে জেগে সর্বপ্রথম কোন দুআ পড়ার মাধ্যমে শুরু করতেন? তিনি বললেন, তুমি আমাকে এমন একটি বিষয়ে প্রশ্ন করেছো, তোমার পূর্বে কেউই এ ব্যাপারে আমার নিকট জানতে চায়নি। তিনি যখন রাতে জাগতেন তখন (উপরোক্ত জিকিরগুলো পাঠ করতেন) - এরপর তিনি সলাত শুরু করতেন।

রেফারেন্স: হাসান সহিহ। আবু দাউদঃ ৫০৮৫



 

Share this page