Tanzeel Tashrik
Member
- Joined
- Feb 18, 2023
- Threads
- 3
- Comments
- 8
- Reactions
- 46
- Thread Author
- #1
পুরুষের জন্য লম্বা চুল রাখা সুন্নত নয় বরং সর্বোচ্চ এটি জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৎকালীন আরবদের সামাজিক রীতি অনুযায়ী কখনও কখনও লম্বা চুল রাখতেন (সবসময় নয়) কিন্তু তিনি তা লম্বা রাখার প্রতি আদেশ, উৎসাহ বা সওয়াবের কথা বলেন নি।
সুতরাং কোনও এলাকায় যদি লম্বা চুল রাখার প্রচলন থাকে তাহলে সেখানে তা রাখতে কোনও আপত্তি নাই। কিন্তু যেখানে লম্বা চুল রাখাতে মন্দ দৃষ্টিতে বা ফাসেকদের অনুকরণ হিসেবে ধরা হয় সেখানে তা না রাখাই ভালো।
মোটকথা, চুল বড়-ছোট করা নির্ভর করছে মানুষ যে সমাজে বসবাস করে সেখানকার প্রচলন ও রীতি-নীতির উপর। সুতরাং এটিকে সুন্নতি ইবাদত হিসেবে গ্রহণ করা যাবে না।
- শাইখ উসাইমিন রহ. বলেন,
"আমরা এ মাসআলায় মনে করি, লম্বা চুল রাখা ইবাদত বা সুন্নতের অন্তর্ভুক্ত নয় বরং তা হল, সামাজিক প্রচলন ও রীতি-নীতির অন্তর্গত বিষয়।" (islamqa)
- শাইখ বিন বায রহঃ বলেন,
"দেশের কোনও শহর বা গ্রামে যদি চুল লম্বা রাখার কারণে তার প্রতি খারাপের অপবাদ আরোপিত হয় বা কু ধারণা পোষণ করা হয় তাহলে তা বর্জন করাই উচিৎ যেন সে মন্দ অপবাদের শিকার না হয়।" (binbaz ডট org)
আল্লাহু আলাম।
সুতরাং কোনও এলাকায় যদি লম্বা চুল রাখার প্রচলন থাকে তাহলে সেখানে তা রাখতে কোনও আপত্তি নাই। কিন্তু যেখানে লম্বা চুল রাখাতে মন্দ দৃষ্টিতে বা ফাসেকদের অনুকরণ হিসেবে ধরা হয় সেখানে তা না রাখাই ভালো।
মোটকথা, চুল বড়-ছোট করা নির্ভর করছে মানুষ যে সমাজে বসবাস করে সেখানকার প্রচলন ও রীতি-নীতির উপর। সুতরাং এটিকে সুন্নতি ইবাদত হিসেবে গ্রহণ করা যাবে না।
- শাইখ উসাইমিন রহ. বলেন,
نرى في هذه المسألة أن اتخاذ الشعر ليس من باب السنة والتعبد ، وإنما هو من باب اتباع العرف والعادة .
"আমরা এ মাসআলায় মনে করি, লম্বা চুল রাখা ইবাদত বা সুন্নতের অন্তর্ভুক্ত নয় বরং তা হল, সামাজিক প্রচলন ও রীতি-নীতির অন্তর্গত বিষয়।" (islamqa)
- শাইখ বিন বায রহঃ বলেন,
وإن كان تطويله في مكان في بلد أو في قرية يتهم فيه بالسوء أو يظن به السوء فينبغي له تركه ،
"দেশের কোনও শহর বা গ্রামে যদি চুল লম্বা রাখার কারণে তার প্রতি খারাপের অপবাদ আরোপিত হয় বা কু ধারণা পোষণ করা হয় তাহলে তা বর্জন করাই উচিৎ যেন সে মন্দ অপবাদের শিকার না হয়।" (binbaz ডট org)
আল্লাহু আলাম।
- আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল