Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
সৌন্দর্যের জন্য দুই হাতে মেহেদি দেওয়ার বিষয়টি নারীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে। নারীদেরকে যেহেতু তাদের স্বামীদের জন্য সাজসজ্জা করতে হয়, আর মেহেদি সাজসজ্জার অন্যতম একটি মাধ্যম, তাই নখ বাদ দিয়ে অথবা নখসহ পুরো হাতে মেহেদি দেওয়া উচিত।
তবে ঋতুমতী নারী ছাড়া অন্য কারও জন্য নেইল পলিশ ব্যবহার করা বৈধ নয়। কেননা নেইল পলিশ দিলে ত্বকে ওযূর পানি পৌঁছায় না। তবে ওযুর সময় যদি উঠিয়ে ফেলে দেয়, তাহলে কোনো সমস্যা নেই।
তবে ঋতুমতী নারী ছাড়া অন্য কারও জন্য নেইল পলিশ ব্যবহার করা বৈধ নয়। কেননা নেইল পলিশ দিলে ত্বকে ওযূর পানি পৌঁছায় না। তবে ওযুর সময় যদি উঠিয়ে ফেলে দেয়, তাহলে কোনো সমস্যা নেই।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
ঠোঁটে লিপস্টিক ব্যবহারে কোনো সমস্যা নেই। কেননা এসব ক্ষেত্রে আসল হচ্ছে বৈধতা, যতক্ষণ না কুরআন-হাদীছ দ্বারা হারাম সাব্যস্ত হয়। আর এটিকে উলকি অঙ্কনের সাথে তুলনা করা যাবে না। কারণ, উলকি হচ্ছে-স্থায়ীভাবে দেহের কোনো অঙ্গের রং নীল, সবুজ, কালো ইত্যাদি রঙে পরিবর্তন করা। শরীআতে এটি স্পষ্ট হারাম ও কাবীরা গুনাহ।
তবে লিপস্টিকের কারণে ঠোঁটের যদি কোনো ক্ষতি হয়, যেমন: ঠোঁটের সিক্ততা দূর হয়ে শুকিয়ে যায় এবং ঠোঁট ফেটে যায়, তাহলে লিপস্টিক ব্যবহার থেকে দূরে থাকতে হবে। কারণ, ক্ষতিকারক প্রতিটি জিনিস শরীআতে নিষিদ্ধ।
আর মুখে মেকআপ করতে আমি নারীদেরকে নিষেধ করব। যদিও মেকআপ করে মুখের সৌন্দর্য সাময়িক বজায় থাকে...
তবে লিপস্টিকের কারণে ঠোঁটের যদি কোনো ক্ষতি হয়, যেমন: ঠোঁটের সিক্ততা দূর হয়ে শুকিয়ে যায় এবং ঠোঁট ফেটে যায়, তাহলে লিপস্টিক ব্যবহার থেকে দূরে থাকতে হবে। কারণ, ক্ষতিকারক প্রতিটি জিনিস শরীআতে নিষিদ্ধ।
আর মুখে মেকআপ করতে আমি নারীদেরকে নিষেধ করব। যদিও মেকআপ করে মুখের সৌন্দর্য সাময়িক বজায় থাকে...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন