Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
ঠোঁটে লিপস্টিক ব্যবহারে কোনো সমস্যা নেই। কেননা এসব ক্ষেত্রে আসল হচ্ছে বৈধতা, যতক্ষণ না কুরআন-হাদীছ দ্বারা হারাম সাব্যস্ত হয়। আর এটিকে উলকি অঙ্কনের সাথে তুলনা করা যাবে না। কারণ, উলকি হচ্ছে-স্থায়ীভাবে দেহের কোনো অঙ্গের রং নীল, সবুজ, কালো ইত্যাদি রঙে পরিবর্তন করা। শরীআতে এটি স্পষ্ট হারাম ও কাবীরা গুনাহ।
তবে লিপস্টিকের কারণে ঠোঁটের যদি কোনো ক্ষতি হয়, যেমন: ঠোঁটের সিক্ততা দূর হয়ে শুকিয়ে যায় এবং ঠোঁট ফেটে যায়, তাহলে লিপস্টিক ব্যবহার থেকে দূরে থাকতে হবে। কারণ, ক্ষতিকারক প্রতিটি জিনিস শরীআতে নিষিদ্ধ।
আর মুখে মেকআপ করতে আমি নারীদেরকে নিষেধ করব। যদিও মেকআপ করে মুখের সৌন্দর্য সাময়িক বজায় থাকে, কিন্তু এর অনেক ক্ষতিকারক দিক ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে। কারণ, বয়স বেশি হলে তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। তখন মেকআপ করে কোনো লাভ হয় না। অতএব, এর ক্ষতিকারক দিক বিবেচনা করে আমি আবারও নারীদেরকে তা থেকে বেঁচে থাকতে বলব।
তবে লিপস্টিকের কারণে ঠোঁটের যদি কোনো ক্ষতি হয়, যেমন: ঠোঁটের সিক্ততা দূর হয়ে শুকিয়ে যায় এবং ঠোঁট ফেটে যায়, তাহলে লিপস্টিক ব্যবহার থেকে দূরে থাকতে হবে। কারণ, ক্ষতিকারক প্রতিটি জিনিস শরীআতে নিষিদ্ধ।
আর মুখে মেকআপ করতে আমি নারীদেরকে নিষেধ করব। যদিও মেকআপ করে মুখের সৌন্দর্য সাময়িক বজায় থাকে, কিন্তু এর অনেক ক্ষতিকারক দিক ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে। কারণ, বয়স বেশি হলে তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। তখন মেকআপ করে কোনো লাভ হয় না। অতএব, এর ক্ষতিকারক দিক বিবেচনা করে আমি আবারও নারীদেরকে তা থেকে বেঁচে থাকতে বলব।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
উলকি অঙ্কন করা হারাম এবং কাবীরা গুনাহ। রাসূল (ﷺ) অঙ্কনকারী এবং তা গ্রহণকারী নারীদের অভিশাপ দিয়েছেন।" যদি কোনো ছোট মেয়ের শরীরে উলকি অঙ্কন করা হয় এবং সে বাধা দিতে না পারে, তাহলে তার কোনো পাপ হবে না, বরং যে অঙ্কন করেছে তার পাপ হবে। কারণ, মহান আল্লাহ কারও উপর সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না। এ ছোট্ট মেয়েটির কোনো কিছু করার ক্ষমতা নেই। তবে পরবর্তীতে যদি কোনো ক্ষতির আশঙ্কা ছাড়া উঠিয়ে ফেলা সম্ভব হয়, তাহলে উঠিয়ে ফেলবে।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
...মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন