A
Anonymous User
Guest
- Thread Author
- #1
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
একজন নওমুসলিম বোন ৮ মাস আগে মুসলিম হয়েছে।সে তার স্কুলের বান্ধবীদের দেখে মোটিভেট হয়ে নিজে নিজে লেকচার শুনে ইসলাম গ্রহণ করেছে ও শাহাদা পড়েছে। এখন একদিন সে তার ঘরে সালাত আদায়ের সময় ধরা পড়ে যার জন্য তাকে এখন চোখে চোখে রাখা হয় এবং সালাত পর্দা এগুলো কিছু করতে দেওয়া হয় না।পর্দা করতে চাইলে ওড়না টেনে ফেলে দেয় এবং সালাত রোজা করতে চাইলে বকা দেওয়া হয়।এই মুহূর্তে তার আশেপাশে কোনো মুসলিম নেই যার সাহায্য করবে কেননা তার বাবা বড় একজন পলিটিকাল মানুষ এবং আশেপাশের সবার সাথে তার সম্পর্ক ভালো।সাথে তার বাবা ব্ল্যাকমেজিক চর্চাও করে আসছে।আর তাই তার বাবার জন্য কেউ এগিয়ে আসবে না। এই মুহূর্তে তার কি করণীয়? এবং সে ধারণা করছে সে বেশিদিন বাড়ি থাকলে তাকে অন্য কোনো হিন্দু ছেলের সাথে বিবাহ দেওয়া হবে। এখন তার কি কি করা উচিৎ?তার জন্য এখন শরয়ী বিধান কি কি ? শুকরান
একজন নওমুসলিম বোন ৮ মাস আগে মুসলিম হয়েছে।সে তার স্কুলের বান্ধবীদের দেখে মোটিভেট হয়ে নিজে নিজে লেকচার শুনে ইসলাম গ্রহণ করেছে ও শাহাদা পড়েছে। এখন একদিন সে তার ঘরে সালাত আদায়ের সময় ধরা পড়ে যার জন্য তাকে এখন চোখে চোখে রাখা হয় এবং সালাত পর্দা এগুলো কিছু করতে দেওয়া হয় না।পর্দা করতে চাইলে ওড়না টেনে ফেলে দেয় এবং সালাত রোজা করতে চাইলে বকা দেওয়া হয়।এই মুহূর্তে তার আশেপাশে কোনো মুসলিম নেই যার সাহায্য করবে কেননা তার বাবা বড় একজন পলিটিকাল মানুষ এবং আশেপাশের সবার সাথে তার সম্পর্ক ভালো।সাথে তার বাবা ব্ল্যাকমেজিক চর্চাও করে আসছে।আর তাই তার বাবার জন্য কেউ এগিয়ে আসবে না। এই মুহূর্তে তার কি করণীয়? এবং সে ধারণা করছে সে বেশিদিন বাড়ি থাকলে তাকে অন্য কোনো হিন্দু ছেলের সাথে বিবাহ দেওয়া হবে। এখন তার কি কি করা উচিৎ?তার জন্য এখন শরয়ী বিধান কি কি ? শুকরান