সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

তাওবা-ইসতিগফার সম্পর্কিত দুআ সমূহ

এই অধ্যায়ের অনুচ্ছেদ লিস্ট:

ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া

নবী (ﷺ) ফজরের সালাতে সালাম ফেরানোর পর বলতেন -

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اَللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوْبِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইয়া- আল্লা-হু বিআন্নাকাল ওয়া-হিদুল আহাদুস্ সমাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফূওয়ান আহাদ, আন্ তাগফিরালী যুনূবী, ইন্নাকা আনতাল গাফূরুর রহীম

অনুবাদঃ হে আল্লাহ্‌! আমি তোমার কাছে চাই, হে আল্লাহ্‌! তুমি এক, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি এবং যার সমকক্ষ কেউ নেই; তুমি আমাকে ক্ষমা করে দাও, একমাত্র তুমিই ক্ষমাশীল, দয়ালু।

তার দুআ শুনে আল্লাহ্‌র রাসূল (ﷺ) তিনবার বলেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে।

রেফারেন্স: সহীহ। আন-নাসায়ীঃ ১৩০১



ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيْعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّي أَسْأَلُكَ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা, ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা- ইলা-হা ইল্লা- আনতাল-মান্না-নু, বাদী'উস সামাওয়া-তি ওয়াল আরদ্বি, ইয়া- যাল জালা-লি ওয়াল ইকরা-ম, ইয়া- হাইউ ইয়া- কাইউম ইন্নী আসআলুকা

অনুবাদঃ হে আল্লাহ্‌! আমি তোমার কাছে চাই৷ প্রশংসা কেবল তোমারই; তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই, তুমি মহানদাতা এবং মহাকাশ ও পৃথিবীর অস্তিত্বদানকারী হে মহত্ত্ব ও মহানুভবতার অধিকারী। হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি তোমার কাছেই চাই।

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর সঙ্গে বসে আছি। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছে। সে রুকূ, সাজদা ও তাশাহুদের পর দুআ করে। ওই দুআয় সে বলে - (দুআটি উপরে উল্লেখিত হয়েছে) তখন নবী (ﷺ) তাঁর সাহাবীদের বলেন, “তোমরা কি জানো, সে কী দুআ করেছে?” তারা বলেন, “আল্লাহ্‌ ও তাঁর রাসূল (ﷺ) ভালো জানেন।” নবী (ﷺ) বলেন, “শপথ সেই সত্ত্বার, যাঁর হাতে আমার প্রাণ! সে আল্লাহ্‌কে তাঁর মহান নাম নিয়ে ডেকেছে, যে নাম নিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন এবং যে নাম নিয়ে কিছু চাওয়া হলে তিনি তা দেন।”

রেফারেন্স: সহীহ। আন-নাসায়ীঃ ১৩০০



ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #৩

নবী (ﷺ) শুনতে পান এক ব্যক্তি এভাবে দুআ করছে -

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَّنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ اَلَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশ্‌হাদু আন্নাকা আনতাল্লা-হু লা- ইলা-হা ইল্লা- আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ূলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

অনুবাদঃ হে আল্লাহ্‌! আমি তোমার কাছে চাই। আমি সাক্ষ্য দিচ্ছি, একমাত্র তুমিই আল্লাহ্‌, তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি। এবং যার সমকক্ষ কেউ নেই;

তখন নবী (ﷺ) বলেন, “শপথ সেই সত্ত্বার, যাঁর হাতে আমার প্রাণ! সে আল্লাহ্‌কে তাঁর মহান নাম নিয়ে ডেকেছে, যে নাম নিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন এবং যে নাম নিয়ে কিছু চাওয়া হলে তিনি তা দেন।”

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ১৪৯৩



 
দুআ ও রুকইয়াহ। কৃতজ্ঞতায়: IRD

Book Chapters

Overview
  • Views: 84
দুআর গুরুত্ব
  • Views: 102
আল্লাহ্‌র কাছে যে জিনিসটি চাওয়া সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ
  • Views: 69
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে রেহাই
  • Views: 65
দ্বীনের উপর অটল থাকার দুআ
  • Views: 88
সকল কাজে উত্তম পরিণতির দুআ
  • Views: 48
নিয়ামাত বা অনুগ্রহের প্রার্থনা
  • Views: 70
বিভীষিকা, দুর্দশা, মন্দ পরিণতি ও শত্রুর উল্লাস থেকে আশ্রয়
  • Views: 42
যিকিরের ফযীলত
  • Views: 181
দুআ কবুলের সময় ও স্থান সমূহ
  • Views: 230
যাদের দুআ কবুল হয়
  • Views: 180
কখন কি বলা সুন্নাহ
  • Views: 307
সকাল-সন্ধ্যার জিকির ও ফযীলত
  • Views: 197
কর্মব্যস্ত অবস্থার জিকির
  • Views: 95
হাদিসে বর্ণিত কিছু দুআ সমূহ
  • Views: 115
রাব্বানা দিয়ে দুআ সমূহ
  • Views: 47
ঘুমানোর আগে ও পরের দুআ সমূহ
  • Views: 160
কাপড় পরিধান সম্পর্কিত দোয়া সমূহ
  • Views: 77
ঘর-বাড়ি সম্পর্কিত দুআ
  • Views: 55
আযান ও ইকামত সম্পর্কিত দুআ
  • Views: 83
ওযূ সম্পর্কিত দুআ
  • Views: 57
মসজিদ সম্পর্কিত দুআ
  • Views: 81
সালাত সম্পর্কিত দুআ
  • Views: 308
বিতর ও অন্যান্য সালাত সম্পর্কিত দুআ
  • Views: 99
অসুস্থ ব্যক্তির জন্য দুআ সমূহ
  • Views: 233
জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা করণীয়
  • Views: 49
ইসমু আযম, আল্লাহ্‌র নামের ওসীলার দুআ সমূহ
  • Views: 57
তাওবা-ইসতিগফার সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 112
যেসকল ইস্তেগফার কুরআনে বর্ণিত হয়েছে
  • Views: 108
তাওবার ব্যপারে কুরআন ও হাদীসের বাণী
  • Views: 47
শয়তান ও তার কুমন্ত্রণা তাড়ানোর দুআ সমূহ
  • Views: 82
সন্তানের নিরাপত্তা সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 46
অনিষ্ট সম্পর্কিত অন্যান্য দুআ সমূহ
  • Views: 87
অন্তরে কুমন্ত্রণা অনুভব করলে
  • Views: 41
ক্ববরের আযাব ও দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া
  • Views: 50
রাগান্বিত অবস্থায় দুআ সমূহ
  • Views: 42
মৃতের জন্য করনীয় সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 67
জানাযার দুআ সমূহ
  • Views: 104
খাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচার ও দুআ সমূহ
  • Views: 89
Top