সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

তাওবা-ইসতিগফার সম্পর্কিত দুআ সমূহ

এই অধ্যায়ের অনুচ্ছেদ লিস্ট:

মাসনূন ইসতিগফার

أَسْتَغْفِرُ اللَّهَ​


উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হ

অনুবাদঃ আমি আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করছি।

রেফারেন্স: বুখারীঃ ৬৩০৭



মাসনূন ইসতিগফার #২

রাসূল (ﷺ) দৈনিক সত্তর বারেরও অধিক পাঠ করতেন -

أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوْبُ إِلَيْهِ​


উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি

অনুবাদঃ আমি আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকে ফিরে এসেছি।

রেফারেন্স: বুখারীঃ ৬৩০৭



মাসনূন ইসতিগফার #৩

আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা গণনা করে দেখতাম, আল্লাহ্‌র রাসূল (ﷺ) এক বৈঠকে একশত বার এই বাক্য বলেছেন -

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ (الْغَفُوْرُ)​


উচ্চারণঃ রাব্বিগ্‌ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম (দ্বিতীয় বর্ণনয় “রাহীম”-এর বদলে: ‘গাফুর’)

অনুবাদঃ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। দ্বিতীয় বর্ণনায়: তাওবা কবুলকারী ও ক্ষমাকারী।

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ১৫১৬



মাসনূন ইসতিগফার #৪

রাসূলুল্লাহ্‌ (ﷺ) আরও বলেন, যে ব্যক্তি বলবে -

أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِيْ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ​


উচ্চারণঃ আসতাগফিরুল্লা-হাল 'আযীমাল্‌ লাযী লা- ইলা-হা ইল্লা-হুআল ‘হাইউল ক্বাইউমু ওয়া আতূবু ইলাইহি

অনুবাদঃ আমি মহান আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, আর আমি তাঁরই নিকট তাওবা করছি।

আল্লাহ্‌ তাকে মাফ করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়।” [১] রাসূলুল্লাহ্‌ (ﷺ) আরও বলেন, “রব একজন বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় রাতের শেষ প্রান্তে, সুতরাং যদি তুমি সে সময়ে আল্লাহ্‌র জিকিরকারীদের অন্তর্ভুক্ত হতে সক্ষম হও, তবে তা-ই হও।” [২] তিনি (ﷺ) আরও বলেন, “একজন বান্দা তার রবের সবচেয়ে কাছে তখনই থাকে, যখন সে সিজদায় যায়, সুতরাং তোমরা তখন বেশি বেশি করে দুআ করো।” [৩] তিনি (ﷺ) আরও বলেন, “নিশ্চয় আমার অন্তরেও ঢাকনা এসে পড়ে, আর আমি দৈনিক আল্লাহ্‌র কাছে একশত বার ক্ষমা প্রার্থনা করি।” [৪]

রেফারেন্স: [১] সহীহ। আবূ দাউদ ১৫১৭ [২] সহীহ। তিরমিযী ৩৫৭৯ [৩] মুসলিম ৪৮২ [৪] মুসলিম ২৭০২



মাসনূন ইসতিগফার #৫

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ، سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيمِ، اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِيْنَ​


উচ্চারণঃ লা- ইলা-হা ইল্লাল্লা-হুল ‘হালিমুল কারিম, লা- ইলা-হা ইল্লাল্লা-হুল ‘আলিইয়্যুল ‘আযীম্ সুবহা-নাল্লা-হি রাব্বিস সামাওয়া-তিস সাব’ঈ ওয়া রাব্বিল ‘আরশিল ‘আযীম, আল’হামদু লিল্লা-হি রাব্বিল ‘আ-লামিন

অনুবাদঃ মহা ধৈর্যশীল মহাসম্মানিত আল্লাহ্‌ ছাড়া সত্য কোন মা’বুদ নেই, মহা মর্যাদাবান সুউচ্চ আল্লাহ্‌ ছাড়া সত্য কোন মা’বুদ নেই। সাত আসমানের রব্ব ও মর্যাদাময় আরশের রব্বের পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ্‌র জন্যই সকল প্রশংসা যিনি জগতসমূহের রব্ব।

‘আলী বিন আবি ত্বালিব (রাঃ) থেকে বর্ণিত, আমি কি তোমাকে শিখিয়ে দিবো না এমন কিছু বাক্যসমূহ যেগুলো তুমি বললে তোমাকে ক্ষমা করে দেয়া হবে যদিও তুমি ক্ষমা প্রাপ্ত। (এরপর তিনি উপরে উল্লেখিত বাক্যগুলো উল্লেখ করেন)

রেফারেন্স: সনদ সহিহ (আহমাদ শাকির)। মুসনাদ আহমাদ ২/৩৯



মাসনূন ইসতিগফার #৬

اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي​


উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নাকা 'আফুউন, কারীমুন তু'হিব্বুল 'আফওয়া, ফা'আফু 'আন্নী

অনুবাদঃ হে আল্লাহ্‌! তুমি ক্ষমাশীল, মহানুভব!, তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব, আমাকে ক্ষমা করে দাও।

আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমি যদি বুঝতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তা হলে ওই রাতে আমি কী বলব?” নবী (ﷺ) বলেন, তুমি বলো- (দুআটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৫১৩



মাসনূন ইসতিগফার #৭

اَللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيْرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী যালাম্‌তু নাফ্‌সী যুলমান কাছীরান ওয়ালা- ইয়াগফিরুয যুনূবা ইল্লা- আনতা, ফাগ্‌ফিরুলী মাগফিরাতান মিন ‘ইনদিকা ওয়ার’হামনী ইন্নাকা আনতাল গাফূরুর্‌ রাহীম

অনুবাদঃ হে আল্লাহ্‌! আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি; তুমি ছাড়া আর কেউ গোনাহ ক্ষমা করতে পারে না; তোমার পক্ষ থেকে আমাকে পুরোপুরি ক্ষমা করে দাও; আমার উপর দয়া করো; তুমি তো ক্ষমাশীল, দয়ালু।

আবু বকর (রাঃ) থেকে বর্ণিত, তিনি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে বলেন, “আমাকে এমন একটি দুআ শিখিয়ে দিন, যা আমি সালাতে পাঠ করব।” নবী (ﷺ) বলেন, তুমি বলো - (দুআটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্স: বুখারীঃ ৮৩৪



 
দুআ ও রুকইয়াহ। কৃতজ্ঞতায়: IRD

Book Chapters

Overview
  • Views: 85
দুআর গুরুত্ব
  • Views: 103
আল্লাহ্‌র কাছে যে জিনিসটি চাওয়া সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ
  • Views: 71
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে রেহাই
  • Views: 66
দ্বীনের উপর অটল থাকার দুআ
  • Views: 89
সকল কাজে উত্তম পরিণতির দুআ
  • Views: 48
নিয়ামাত বা অনুগ্রহের প্রার্থনা
  • Views: 70
বিভীষিকা, দুর্দশা, মন্দ পরিণতি ও শত্রুর উল্লাস থেকে আশ্রয়
  • Views: 42
যিকিরের ফযীলত
  • Views: 182
দুআ কবুলের সময় ও স্থান সমূহ
  • Views: 230
যাদের দুআ কবুল হয়
  • Views: 181
কখন কি বলা সুন্নাহ
  • Views: 307
সকাল-সন্ধ্যার জিকির ও ফযীলত
  • Views: 197
কর্মব্যস্ত অবস্থার জিকির
  • Views: 96
হাদিসে বর্ণিত কিছু দুআ সমূহ
  • Views: 115
রাব্বানা দিয়ে দুআ সমূহ
  • Views: 48
ঘুমানোর আগে ও পরের দুআ সমূহ
  • Views: 160
কাপড় পরিধান সম্পর্কিত দোয়া সমূহ
  • Views: 78
ঘর-বাড়ি সম্পর্কিত দুআ
  • Views: 55
আযান ও ইকামত সম্পর্কিত দুআ
  • Views: 84
ওযূ সম্পর্কিত দুআ
  • Views: 58
মসজিদ সম্পর্কিত দুআ
  • Views: 81
সালাত সম্পর্কিত দুআ
  • Views: 309
বিতর ও অন্যান্য সালাত সম্পর্কিত দুআ
  • Views: 100
অসুস্থ ব্যক্তির জন্য দুআ সমূহ
  • Views: 253
জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা করণীয়
  • Views: 52
ইসমু আযম, আল্লাহ্‌র নামের ওসীলার দুআ সমূহ
  • Views: 58
তাওবা-ইসতিগফার সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 124
যেসকল ইস্তেগফার কুরআনে বর্ণিত হয়েছে
  • Views: 118
তাওবার ব্যপারে কুরআন ও হাদীসের বাণী
  • Views: 48
শয়তান ও তার কুমন্ত্রণা তাড়ানোর দুআ সমূহ
  • Views: 83
সন্তানের নিরাপত্তা সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 48
অনিষ্ট সম্পর্কিত অন্যান্য দুআ সমূহ
  • Views: 88
অন্তরে কুমন্ত্রণা অনুভব করলে
  • Views: 42
ক্ববরের আযাব ও দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া
  • Views: 51
রাগান্বিত অবস্থায় দুআ সমূহ
  • Views: 43
মৃতের জন্য করনীয় সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 67
জানাযার দুআ সমূহ
  • Views: 104
খাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচার ও দুআ সমূহ
  • Views: 90
Top