উত্তরঃ যদি কোনো প্রসূতি নারীর ৪০ দিন পরও রক্তস্রাব দেখেন, তখন সেটিকে তিনি অতিরিক্ত হিসাবে ধরবেন। এটা অসুস্থতার কারণে হয়। সে ক্ষেত্রেও তিনি সালাত আদায় করবেন। এর জন্য প্রতিটি সালাতের আগেই তার অজু করতে হবে। এটা হলো সালাতের নিয়ম। এ ছাড়া সিয়ামও পালন করবেন। ৪০ দিনের অতিরিক্ত হলে সিয়াম থেকে আপনি বের হতে পারবেন না। এ ক্ষেত্রে তখন সিয়াম থাকলে, সিয়ামও পালনও করবেন। এটিই হচ্ছে বিধান।
উত্তর প্রদানে - ড. মুহাম্মদ সাইফুল্লাহ
(সহযোগী অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি)
সূত্র: প্রসূতিরা ৪০ দিনেও সুস্থ না হলে নামাজের বিধান কী? | NTV Online - Salafi Forum URL Shortener
(সহযোগী অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি)
সূত্র: প্রসূতিরা ৪০ দিনেও সুস্থ না হলে নামাজের বিধান কী? | NTV Online - Salafi Forum URL Shortener