মেয়ে দেখতে গেলে কোনো উপহার বা টাকা দেওয়া জায়েজ কি না?

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,147
এটা মূলত প্রচলনের সঙ্গে সম্পৃক্ত বিষয়। যদি মেয়ে দেখার পর প্রচলন থাকে কোনো উপহার বা টাকা দেওয়ার, তাহলে সেখানে উপহার বা টাকা দেওয়া জায়েজ রয়েছে। এটা নাজায়েজ নয়। শরীয়ার মতে, এটি নিষিদ্ধ বিষয় নয়।

ড:মুহাম্মদ সাইফুল্লাহ
 
এটা মূলত প্রচলনের সঙ্গে সম্পৃক্ত বিষয়। যদি মেয়ে দেখার পর প্রচলন থাকে কোনো উপহার বা টাকা দেওয়ার, তাহলে সেখানে উপহার বা টাকা দেওয়া জায়েজ রয়েছে। এটা নাজায়েজ নয়। শরীয়ার মতে, এটি নিষিদ্ধ বিষয় নয়।

ড:মুহাম্মদ সাইফুল্লাহ
সোর্সটা আরো স্পষ্ট করলে একটু ভালো হয়। আমরা কেউ এই ফতোয়া অন্য কাউকে দিলে সে যেনো এক ক্লিকেই শাইখের ভিডিয়ো বার্তা বা লিখিত ফতোয়া পেতে পারে। এতে ফতোয়ার গ্রহণযোগ্যতা বাড়ে বলে আমি মনে করি। আশা করি, সোর্সটা ক্লিয়ারলি দিবেন।
ধন্যবাদ
 
এটা মূলত প্রচলনের সঙ্গে সম্পৃক্ত বিষয়। যদি মেয়ে দেখার পর প্রচলন থাকে কোনো উপহার বা টাকা দেওয়ার, তাহলে সেখানে উপহার বা টাকা দেওয়া জায়েজ রয়েছে। এটা নাজায়েজ নয়। শরীয়ার মতে, এটি নিষিদ্ধ বিষয় নয়।

ড:মুহাম্মদ সাইফুল্লাহ
. جـَـــــــــــزَاكَ اللـّٰهُ خيْــــــــــــــرًا
আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিক
 
আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনি ভাইজান কেমন আছেন.?
 
আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনি ভাইজান কেমন আছেন.?
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
কারো সাথে কথা বলার পোস্টে কমেন্ট না করে জন্য তাকে ম্যাসেজ দিন।

জাযাকাল্লাহু খাইরান।
 
—deleted
পাএ আপনাকে একা দেখে থাকলে ঠিক আছে।আর ছেলের পরিবার সবই মিলে যদি দেখে থাকে তাহলে (১) যেনার গুনা হইছে আর তখন টাকা নিলেও কোন সমস্যা হতো না। (২) যদি পাএ একা দেখে থাকে তাহলে টাকা না নেয়ার জন্য একটা উওম কাজ করছে। আশা করি বুঝতে পারছেন।জাযাকাল্লাহ খাইরন
 
@shipa
"তোমরা কাউকে দেখতে যাওয়ার সময়, কিছু ভাল দানে তাদের সম্মান দেখাতে পারো, তবে তা যেন অপ্রত্যাশিত বা চাপের মধ্যে না থাকে।" (সহীহ মুসলিম) ইসলামী আইনজ্ঞরা বলেন, মেয়েকে দেখার সময় তাকে সম্মান দিতে হবে এবং তার প্রতি সতর্কভাবে আচরণ করতে হবে। এটি যেন কোনো ধরনের প্রলোভন সৃষ্টি না করে।
 
@shipa
"তোমরা কাউকে দেখতে যাওয়ার সময়, কিছু ভাল দানে তাদের সম্মান দেখাতে পারো, তবে তা যেন অপ্রত্যাশিত বা চাপের মধ্যে না থাকে।" (সহীহ মুসলিম) ইসলামী আইনজ্ঞরা বলেন, মেয়েকে দেখার সময় তাকে সম্মান দিতে হবে এবং তার প্রতি সতর্কভাবে আচরণ করতে হবে। এটি যেন কোনো ধরনের প্রলোভন সৃষ্টি না করে।
মুসলিমের কত নাম্বার হাদিস!? হাদিস টা কী শুধু ইমাম মুসলিমই ব্যাখ্যা করেছেন নাকি অন্য ইমামদের বর্ননায়ও এসেছে?? ইসলামী আইনঙ্গ বলতে কাদের বুঝিয়েছেন এবং তারা এর আলোচনা কোথায় করেছেন???
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top