মানহাজ কীভাবে ফিলিস্তিনের উপর পূর্ণ বিজয় অর্জন সম্ভব?

Joined
Dec 9, 2022
Threads
25
Comments
26
Reactions
192
সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য, যুগশ্রেষ্ঠ ফাক্বীহ ও উসূলবিদ, আশ-শায়খ, আল-আল্লামাহ্, ইমাম মুহাম্মদ ইবনু ছ্বলিহ আল-উছাইমীন [رحمه الله] বলেন:

“এবং আমরা জানি যে [অতীতের] মুসলিমগণ —ইসলামের স্বর্ণযুগের সময় তাদের [বিশুদ্ধ] ইসলাম ব্যতীত ফিলিস্তিনের উপর কর্তৃত্ব লাভ করতে পারেনি, না তারা [বিশুদ্ধ] ইসলাম ব্যতীত পারস্যের রাজধানী, রোম অথবা কোপ্টস বিজয় করতে পেরেছিল। কাজেই, আমাদের যুবকদের এই সত্যটি গ্রহণ করা উচিত যে— সত্য, বিশুদ্ধ ইসলাম ব্যতীত শুধু মুসলিম পরিচয় দিয়েই ফিলিস্তিনের উপর পূর্ণ বিজয় অর্জন করা সম্ভব নয়।”

[তাফসীর সূরাহ্ আল-বাক্বারাহ্ লি-ইবনু আল-উছাইমীন; ১/১৬৮-১৭০]

— [মিশরের প্রখ্যাত সালাফী আলিম, আশ-শায়খ, আল-আল্লামাহ্ মুহাম্মদ ইবনু সা’ঈদ রাসলান হাফিয্বাহুল্লাহ্ বলেছেন: ‘যেদিন আমরা আল্লাহ্’র দিকে ফিরে যাবো সেদিন আমরা ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবো’।]

অনুবাদক: আব্দুল্লাহ মুহাম্মদ রাকিব খান।
 
Back
Top