হালাল - হারাম কার্টুন হারাম

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,141
Comments
1,333
Solutions
1
Reactions
12,660
সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ, শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ), শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) ও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন,

কার্টুন সিনেমা ক্রয়-বিক্রয় করা এবং দেখা উভয়ই অবৈধ। কেননা তা হারাম চিত্র বা ছবি দ্বারা নির্মিত। ইসলামিক এবং অনৈসলামিক উভয় কার্টুনই ক্ষতিকারক। কেননা এর মধ্যে বহুবিধ ক্ষতির আশঙ্কা রয়েছে। যথা : (ক) এগুলোর সিংহভাগই মিথ্যা ও বানোয়াট হয়ে থাকে। (খ) যে চরিত্রগুলো চিত্রায়িত করা হয় তা কাল্পনিক ও ভিত্তিহীন। (গ) এগুলোর মাধ্যমে নবীগণ ও ছাহাবীরা হাসির পাত্রে পরিণত হতে পারে বা হয়। বিশেষ করে কার্টুনে, যা নবী ও ছাহাবীদের শানে ঘোরতর অপরাধ।

– ফাতাওয়া আল লাজনা আদ দায়িমাহ, ১/৩২৩ পৃ.; ফাতাওয়া আল জামিঊল কাবীর, হাইআতু কিবারিল উলামা, ৩/৩২৮ পৃ.; লিক্বাউল বাব আল মাফতূহ্, লিক্বা নং ৭১, প্রশ্ন নং ২; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং ১১০৩৫২
 
যেখানে আলেমদের ভিতরে এটা নিয়ে মতোবিরোধ আছে যে যেই ছবির ছায়া নেই এবং যাকে অসম্মান যুক্ত কাজে ব্যবহার বৈধ। সেগুলো তৈরি করতে কোন সমস্যা নেই। সেখানে ডিজিটাল ছবি বা কার্টুন কে বিস্তারিত পর্যালোচনা না করে ডিজিটাল ছবিকে সাধারণ ছবির সাথে মিশিয়ে দেওয়া তাদের ঠিক হয়নি। আরো বিস্তারিত জানতে " লানতপ্রাপ্ত যারা - কামাল আহমদ" বইটির ছবি অধ্যায় পড়ুন এই ফোরামে আপলোড করা আছে। Islamweb ওয়েবসাইটে ফতোয়া আছে আর ডিজিটাল ছবিকে সাধারণ ছবির সাথে মিশিয়ে দেওয়া যে একেবারেই ঠিক নয় এটা জানতে এই পোস্ট পরুন। ইসলামে ছবি ও ডিজিটাল ছবির বিধান।
 
Similar threads Most view View more
Back
Top