Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ, শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ), শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) ও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন,
কার্টুন সিনেমা ক্রয়-বিক্রয় করা এবং দেখা উভয়ই অবৈধ। কেননা তা হারাম চিত্র বা ছবি দ্বারা নির্মিত। ইসলামিক এবং অনৈসলামিক উভয় কার্টুনই ক্ষতিকারক। কেননা এর মধ্যে বহুবিধ ক্ষতির আশঙ্কা রয়েছে। যথা : (ক) এগুলোর সিংহভাগই মিথ্যা ও বানোয়াট হয়ে থাকে। (খ) যে চরিত্রগুলো চিত্রায়িত করা হয় তা কাল্পনিক ও ভিত্তিহীন। (গ) এগুলোর মাধ্যমে নবীগণ ও ছাহাবীরা হাসির পাত্রে পরিণত হতে পারে বা হয়। বিশেষ করে কার্টুনে, যা নবী ও ছাহাবীদের শানে ঘোরতর অপরাধ।
– ফাতাওয়া আল লাজনা আদ দায়িমাহ, ১/৩২৩ পৃ.; ফাতাওয়া আল জামিঊল কাবীর, হাইআতু কিবারিল উলামা, ৩/৩২৮ পৃ.; লিক্বাউল বাব আল মাফতূহ্, লিক্বা নং ৭১, প্রশ্ন নং ২; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং ১১০৩৫২
কার্টুন সিনেমা ক্রয়-বিক্রয় করা এবং দেখা উভয়ই অবৈধ। কেননা তা হারাম চিত্র বা ছবি দ্বারা নির্মিত। ইসলামিক এবং অনৈসলামিক উভয় কার্টুনই ক্ষতিকারক। কেননা এর মধ্যে বহুবিধ ক্ষতির আশঙ্কা রয়েছে। যথা : (ক) এগুলোর সিংহভাগই মিথ্যা ও বানোয়াট হয়ে থাকে। (খ) যে চরিত্রগুলো চিত্রায়িত করা হয় তা কাল্পনিক ও ভিত্তিহীন। (গ) এগুলোর মাধ্যমে নবীগণ ও ছাহাবীরা হাসির পাত্রে পরিণত হতে পারে বা হয়। বিশেষ করে কার্টুনে, যা নবী ও ছাহাবীদের শানে ঘোরতর অপরাধ।
– ফাতাওয়া আল লাজনা আদ দায়িমাহ, ১/৩২৩ পৃ.; ফাতাওয়া আল জামিঊল কাবীর, হাইআতু কিবারিল উলামা, ৩/৩২৮ পৃ.; লিক্বাউল বাব আল মাফতূহ্, লিক্বা নং ৭১, প্রশ্ন নং ২; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং ১১০৩৫২