- Joined
- Dec 7, 2022
- Threads
- 151
- Comments
- 158
- Reactions
- 1,323
- Thread Author
- #1
আমি কি সালাফী -০১
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বলেন:"৭২ ফিরকার মূল হল চারটি মতবাদ:
১/ কাদারিয়্যাহ,
২/ মুরজিয়াহ,
৩/ শী'আহ ও
৪/ খাওয়ারিজ।
সুতরাং, যে আবূ বকর, 'উমার,'উছমান ও 'আলী রাযিয়াল্লাহু 'আনহুম কে প্রাধান্য দেয় এবং অন্যান্য ছাহাবীদেরকে ভালো ছাড়া খারাপভাবে স্মরন করে না বরং তাঁদের জন্য দু'আ করে; সে ব্যক্তি শী'আ থেকে একদম বের হয়ে গেল।
যে ব্যক্তি মনে করে, ঈমান হলো কথা ও কাজের সমন্বয় এবং এর হ্রাস-বৃদ্ধি ঘটে; সে মুরজিয়াহ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবে।
আর যে বিশ্বাস করে, ছালাত প্রত্যেক পাপী ও সৎ ব্যক্তির পিছনে বৈধ। জিহাদ প্রত্যেক রাষ্ট্র প্রধানের সাথেই চলবে। আর যে সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ বৈধ মনে করে না বরং তাদের জন্য সংশোধনের দু'আ করে; সে খারেজীদের দল থেকে বাহির হয়ে যাবে।
অপরপক্ষে, যে বিশ্বাস করে যে, তাকদীরের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকে: আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দেন এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন; সে কাদারিয়্যাহ দল থেকেও মুক্তি পেয়ে গেল।
(এভাবেই সে সালাফী হয়ে উঠবে)
--( শারহুস্ সুন্নাহ লিল বারবাহারী)
--ইয়াকুব বিন আবুল কালাম
০৬/১২/১৪৪১হি:
28/07/2020
Last edited by a moderator: