সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

মানহাজ আমি কি সালাফী -০১

Yiakub Abul Kalam

Altruistic

Uploader
Exposer
Salafi User
Threads
151
Comments
158
Reactions
1,270
Credits
1,128
আমি কি সালাফী -০১
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বলেন:
"৭২ ফিরকার মূল হল চারটি মতবাদ:

১/ কাদারিয়্যাহ,
২/ মুরজিয়াহ,
৩/ শী'আহ ও
৪/ খাওয়ারিজ।

সুতরাং, যে আবূ বকর, 'উমার,'উছমান ও 'আলী রাযিয়াল্লাহু 'আনহুম কে প্রাধান্য দেয় এবং অন্যান্য ছাহাবীদেরকে ভালো ছাড়া খারাপভাবে স্মরন করে না বরং তাঁদের জন্য দু'আ করে; সে ব্যক্তি শী'আ থেকে একদম বের হয়ে গেল।

যে ব্যক্তি মনে করে, ঈমান হলো কথা ও কাজের সমন্বয় এবং এর হ্রাস-বৃদ্ধি ঘটে; সে মুরজিয়াহ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবে।

আর যে বিশ্বাস করে, ছালাত প্রত্যেক পাপী ও সৎ ব্যক্তির পিছনে বৈধ। জিহাদ প্রত্যেক রাষ্ট্র প্রধানের সাথেই চলবে। আর যে সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ বৈধ মনে করে না বরং তাদের জন্য সংশোধনের দু'আ করে; সে খারেজীদের দল থেকে বাহির হয়ে যাবে।

অপরপক্ষে, যে বিশ্বাস করে যে, তাকদীরের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকে: আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দেন এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন; সে কাদারিয়্যাহ দল থেকেও মুক্তি পেয়ে গেল।

(এভাবেই সে সালাফী হয়ে উঠবে)

--( শারহুস্ সুন্নাহ লিল বারবাহারী)

--ইয়াকুব বিন আবুল কালাম
০৬/১২/১৪৪১হি:
28/07/2020
 
Last edited by a moderator:
COMMENTS ARE BELOW

sirajul islam

New member

Threads
0
Comments
2
Reactions
8
Credits
1
আমি কি সালাফী -০১
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বলেন:
"৭২ ফিরকার মূল হল চারটি মতবাদ:

১/ কাদারিয়্যাহ,
২/ মুরজিয়াহ,
৩/ শী'আহ ও
৪/ খাওয়ারিজ।

সুতরাং, যে আবূ বকর, 'উমার,'উছমান ও 'আলী রাযিয়াল্লাহু 'আনহুম কে প্রাধান্য দেয় এবং অন্যান্য ছাহাবীদেরকে ভালো ছাড়া খারাপভাবে স্মরন করে না বরং তাঁদের জন্য দু'আ করে; সে ব্যক্তি শী'আ থেকে একদম বের হয়ে গেল।

যে ব্যক্তি মনে করে, ঈমান হলো কথা ও কাজের সমন্বয় এবং এর হ্রাস-বৃদ্ধি ঘটে; সে মুরজিয়াহ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবে।

আর যে বিশ্বাস করে, ছালাত প্রত্যেক পাপী ও সৎ ব্যক্তির পিছনে বৈধ। জিহাদ প্রত্যেক রাষ্ট্র প্রধানের সাথেই চলবে। আর যে সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ বৈধ মনে করে না বরং তাদের জন্য সংশোধনের দু'আ করে; সে খারেজীদের দল থেকে বাহির হয়ে যাবে।

অপরপক্ষে, যে বিশ্বাস করে যে, তাকদীরের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকে: আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দেন এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন; সে কাদারিয়্যাহ দল থেকেও মুক্তি পেয়ে গেল।

(এভাবেই সে সালাফী হয়ে উঠবে)

--( শারহুস্ সুন্নাহ লিল বারবাহারী)

--ইয়াকুব বিন আবুল কালাম
০৬/১২/১৪৪১হি:
28/07/2020
Alhamdulillah, allah ar kace akul abedon duniyate jot ferka dol ace tader thake allah amake abng sokol momin,musolman k hipajot kren.amin
 
Top