আমি কি সালাফী - ০২
সাহল বিন আব্দুল্লাহ রহিমাহুল্লাহ কে জিজ্ঞেস করা হয়েছিল, ব্যক্তি কিভাবে জানবে যে সে আহলে সুন্নাহ ওয়াল জামা'আতের মানহাজের উপর আছে??
# তিনি উত্তরে বললেন: যখন সে নিজের মধ্যে নয়টি বৈশিষ্ট্য দেখতে পাবে, তখন সে যেন বুঝে নেয় যে সে আহলে সুন্নাহ ওয়াল জামা'আতের মানহাজের উপর আছে। সেগুলো হলো:
১/ সে জামা'আত ছাড়ে না।
২/ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছাহাবীদের গালি দেয় না।
৩/ এই উম্মাতের কারো বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে না।
৪/ তাকদীরকে মিথ্যা মনে করে না।
৫/ কারো ঈমানে সন্দেহ করে না।
৬/ দ্বীন নিয়ে ঝগড়া করে না।
৭/ পাপী কেউ মারা গেলে তার জানাযা পড়া অবৈধ মনে করে না।
৮/ মোজার উপর মাসাহ করা অবৈধ মনে করে না।
৯/ শাসক ন্যায়পরায়ন হোক বা জালেম, তার অধীনে জামা'আত ত্যাগ করে না।
--শারহু উসূলি ই'তিকাদি আহলিস সুন্নাহ ওয়াল জামা'আত/১৮৩।
--ইয়াকুব বিন আবুল কালাম
১০/১২/১৪৪১হি:
01/08/2020