Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,053
- Thread Author
- #1
আমি যতটুকু জানি, আধুনিক পদ্ধতিতে চুলের ডিজাইন করা অনেক ব্যয়বহুল ব্যাপার, যা অপচয়ের অন্তর্ভুক্ত। আমি মুসলিম নারীদেরকে এ বিষয়ে নছীহত করব, তারা যেন এরকম বিলাসিতা থেকে নিজেদেরকে দূরে রাখে এবং স্বামীদের জন্য রূপসজ্জার বিষয়ে মিতব্যয়ী হয়। কেননা রাসূল (ﷺ) সম্পদ অপচয় করতে কঠোরভাবে নিষেধ করেছেন।
মাহরামদের সাথে রসিকতা
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মাহরামদের সাথে রসিকতা
প্রশ্ন: আমরা জানি, মাহরাম পুরুষের (যেসব পুরুষের সাথে নারীর চিরকাল বিবাহ হারাম) সামনে মুখ খোলা রাখা যায়। আর চাচা হচ্ছেন, মাহরামদের অন্তর্ভুক্ত। কিন্তু কোনো নারীর সাথে তার আপন চাচা যদি অশ্লীল রসিকতা করে, তাহলে কি ঐ নারী তার চাচার থেকে দূরে থাকবে বা মুখ ঢেকে রাখবে?
উত্তর: এমতাবস্থায় চাচার নিকটে আসা এবং তার সামনে মুখ খোলা রাখা ভাতিজিদের উচিত নয়। কেননা যে সকল বিদ্বান মাহরাম পুরুষের সামনে মুখ খোলা রাখা বৈধ বলেছেন, তারা কোনোরূপ ফেতনার আশঙ্কা না থাকাকে শর্তারোপ করেছেন। আর প্রশ্নে উল্লেখকৃত অশ্লীল রসিকতাকারী ব্যক্তির (চাচা) ক্ষেত্রে ফেতনার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব, ফেতনার উপকরণ থেকে দূরে থাকা...
উত্তর: এমতাবস্থায় চাচার নিকটে আসা এবং তার সামনে মুখ খোলা রাখা ভাতিজিদের উচিত নয়। কেননা যে সকল বিদ্বান মাহরাম পুরুষের সামনে মুখ খোলা রাখা বৈধ বলেছেন, তারা কোনোরূপ ফেতনার আশঙ্কা না থাকাকে শর্তারোপ করেছেন। আর প্রশ্নে উল্লেখকৃত অশ্লীল রসিকতাকারী ব্যক্তির (চাচা) ক্ষেত্রে ফেতনার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব, ফেতনার উপকরণ থেকে দূরে থাকা...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন
Last edited: