হাদীসে রাসূল (সা) সংগ্রহ ও সংরক্ষণের জন্য যে শ্রদ্ধেয় ইমামগণ অক্লান্ত পরিশ্রম করে গেছেন, ইমাম আহমদ ইবন হাম্বল (র) (মূ. ৮৫৫ খ্রি.) তাদের মধ্যে অন্যতম । ২৮,০০০ থেকে ২৯,০০০ হাদীসের বিশাল সংগ্রহ তার অমূল্য অবদান । “মুসনাদে আহমদ" শীর্ষক তার এ সংকলনকে “হাদীসশান্ত্রের বিশ্বকোষ" নামেও অভিহিত করা হয়।...