উত্তর : গোসলের সময় বা পূর্বে মেসওয়াক করার বিষয়টি সুন্নাহ হিসাবে প্রমাণিত নয়। কেউ কেউ একে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। যেমন: সাবেক সৌদি গ্রান্ড মুফতি শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মেসওয়াক করা মুস্তাহাব বলা যেতে পারে, তা ওয়াজিব নয়’। [ইবন বায, মাজমূঊ ফাতাওয়া, ২৫তম খণ্ড, পৃ. ৩৪২] তাই তা আগে...