আওফ ইবনু মালেক (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন,
তুমি অমার্জনীয় গুনাহ থেকে সাবধান থেকো (অন্য রেওয়াতে আছে, যে গুনাহের কোনো কাফফারা নেই)। সুতরাং যে ব্যক্তি কোনো কিছু আত্মসাৎ করবে কিয়ামতের মাঠে সেই জিনিস সহকারে তাকে উপস্থিত করা হবে। আর যে ব্যক্তি সূদ ভক্ষণ করবে কিয়ামতের মাঠে...