Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,025
- Comments
- 1,211
- Solutions
- 1
- Reactions
- 11,233
- Thread Author
- #1
আওফ ইবনু মালেক (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন,
তুমি অমার্জনীয় গুনাহ থেকে সাবধান থেকো (অন্য রেওয়াতে আছে, যে গুনাহের কোনো কাফফারা নেই)। সুতরাং যে ব্যক্তি কোনো কিছু আত্মসাৎ করবে কিয়ামতের মাঠে সেই জিনিস সহকারে তাকে উপস্থিত করা হবে। আর যে ব্যক্তি সূদ ভক্ষণ করবে কিয়ামতের মাঠে তাকে উদ্দেশ্যহীনভাবে চলা পাগলের ন্যায় পুনরুত্থিত করা হবে। তারপর তিনি এ আয়াত পাঠ করলেন, 'যারা সূদ ভক্ষণ করবে, তারা শয়তানের স্পর্শে দিশেহারা হওয়া ব্যক্তির ন্যায় দাঁড়াবে'। [সূরা আল-বাক্বারা, ২৭৫]
[আল-মু'জামুল কাবীর, ১৮/৬০/১০০; আত-তারীখ, ৭৮/১৮-১৭৯; সহিহ আত তারগীব, ১৮৬২; সহীহাহ, ৩৬৫৮/৩৩১৩]
তুমি অমার্জনীয় গুনাহ থেকে সাবধান থেকো (অন্য রেওয়াতে আছে, যে গুনাহের কোনো কাফফারা নেই)। সুতরাং যে ব্যক্তি কোনো কিছু আত্মসাৎ করবে কিয়ামতের মাঠে সেই জিনিস সহকারে তাকে উপস্থিত করা হবে। আর যে ব্যক্তি সূদ ভক্ষণ করবে কিয়ামতের মাঠে তাকে উদ্দেশ্যহীনভাবে চলা পাগলের ন্যায় পুনরুত্থিত করা হবে। তারপর তিনি এ আয়াত পাঠ করলেন, 'যারা সূদ ভক্ষণ করবে, তারা শয়তানের স্পর্শে দিশেহারা হওয়া ব্যক্তির ন্যায় দাঁড়াবে'। [সূরা আল-বাক্বারা, ২৭৫]
[আল-মু'জামুল কাবীর, ১৮/৬০/১০০; আত-তারীখ, ৭৮/১৮-১৭৯; সহিহ আত তারগীব, ১৮৬২; সহীহাহ, ৩৬৫৮/৩৩১৩]