ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কেমন দ্রুত পড়া হয়, সেটা আগে দেখতে হবে। যদি এমন দ্রুত হয় যে, সালাতই হচ্ছে না, তাহলে ঘরে পড়া উত্তম। আর দ্রুততা যদি এমন হয় যে, সালাত হবে, কিন্তু কিছুটা দ্রুত, তাহলে সে ক্ষেত্রে মসজিদে পড়াই উত্তম। কিন্তু, আপনি যদি নিজে হাফেজ হন, সুন্দর করে পড়তে পারেন, তাহলে বাসায় পড়তে...