সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
MD Nasim Ahmed

প্রশ্ন খতমে তারাবি কি বিদাআত?

Threads
8
Comments
18
Reactions
112
Credit
889
আসসালামু আলাইকুম।

রমযান মাসে তারাবি তে কুরআন তেলওয়াত করা হয়। কেউ যদি ধীরস্থির ভাবে সারা মাস ধরে তারাবিতে কুরআন সম্পূর্ণ তেলওয়াত করে শেষ করে তবে কি সেটা বিদাআত হবে?

আমি নাম বলতে চাইনা, আহলে হাদিস কয়েকজন আলেম এটাকে সরাসরি বিদাআত বলেছে আবার অনেকে বলেছে এটা ভালো কাজ।

আমি দলিল ভিত্তিক ভালো কোন আলেম এর কাছ থেকে উত্তর প্রত্যাশা করছি।
 
Solution
আপনি যেটা বললেন সেটা মূলত একতেলাফ | আলেমদের মধ্যে এখতেলাফ হলে কি করবেন সেটা এই ভিডিওতে উত্তর পেয়ে যাবেন | ইসলামকে খুব কঠিন ভাবে নেওয়ার সুযোগ নেই | আকিদার ব্যাপারে কোন সাহাবী তাবেই তাবে তাবেঈ ওনাদের মধ্যে এখতেলাপ ছিল না | একতেলাফ ছিল মাসয়ালা মাসায়েলে | এ ক্ষেত্রে আপনার যার মতামত কে বেশি গ্রহণযোগ্য মনে হয় তারটা গ্রহণ করবেন | যদি কোরআন হাদিস পড়ার যোগ্যতা রাখেন তাহলে পরে যেটা সঠিক মনে হবে সেটা গ্রহণ করবেন | আর তা না হলে সহি আকীদার আলেমদের দারসে যান | তাদের কাছ থেকে দলিল দেখে নিন | প্রয়োজন পড়লে একাধিক আলেমের কাছে যান | আমি আলহামদুলিল্লাহ এভাবেই চলছি |
Threads
8
Comments
18
Reactions
112
Credit
889
ওয়ালাইকুম আসসালাম
আপনি এই ভিডিয়ো দেখে নিতে পারেন
ভাই মোটামুটি সব ভিডিও এ বিষয়ে দেখেছি। আমি মূলত দলিল ভিত্তিক উত্তর চাচ্ছিলাম। কারো মতবাদ নয়।

এখানে এক এক জনের মতবাদ চিন্তা ধারা এক-এক রকম।
 

Habib Bin Tofajjal

If you're in doubt ask الله.

Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
686
Comments
1,180
Solutions
17
Reactions
6,376
Credit
17,885
ভাই মোটামুটি সব ভিডিও এ বিষয়ে দেখেছি। আমি মূলত দলিল ভিত্তিক উত্তর চাচ্ছিলাম। কারো মতবাদ নয়।

এখানে এক এক জনের মতবাদ চিন্তা ধারা এক-এক রকম।
আপনি তাহলে এখানে এসব প্রশ্ন না করে সরসরি শাইখদের দারসে যান তাদের প্রশ্ন করেন আর তাদের কাছে দলীল জিজ্ঞেসা করেন।
 

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Salafi User
Top Active User
Threads
85
Comments
109
Solutions
1
Reactions
735
Credit
748
আপনি যেটা বললেন সেটা মূলত একতেলাফ | আলেমদের মধ্যে এখতেলাফ হলে কি করবেন সেটা এই ভিডিওতে উত্তর পেয়ে যাবেন | ইসলামকে খুব কঠিন ভাবে নেওয়ার সুযোগ নেই | আকিদার ব্যাপারে কোন সাহাবী তাবেই তাবে তাবেঈ ওনাদের মধ্যে এখতেলাপ ছিল না | একতেলাফ ছিল মাসয়ালা মাসায়েলে | এ ক্ষেত্রে আপনার যার মতামত কে বেশি গ্রহণযোগ্য মনে হয় তারটা গ্রহণ করবেন | যদি কোরআন হাদিস পড়ার যোগ্যতা রাখেন তাহলে পরে যেটা সঠিক মনে হবে সেটা গ্রহণ করবেন | আর তা না হলে সহি আকীদার আলেমদের দারসে যান | তাদের কাছ থেকে দলিল দেখে নিন | প্রয়োজন পড়লে একাধিক আলেমের কাছে যান | আমি আলহামদুলিল্লাহ এভাবেই চলছি |
 
Solution
Top