সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
নারীদের প্রতি বিশেষ উপদেশ - PDF

বাংলা বই নারীদের প্রতি বিশেষ উপদেশ - PDF যায়নুল আবেদীন নুমান

প্রিয় প্রকাশক, আমরা নিজেরা কখনোই বই স্ক্যান করে PDF বানাই না এবং কাউকে এমনটা করতেও বলি না। PDF টি ইন্টারনেট থেকে সংগ্রহীত ফোরাম থেকে বইটির PDF রিমুভ করতে ইমেইল করুন [email protected]

নারীদের প্রতি বিশেষ উপদেশ - PDF
ইসলামে নারীর মর্যাদা সবার শীর্ষে। একজন নারী মা, বোন,খালা, ফুফু, কন্যা, স্ত্রী ইত্যাদি সম্মানে ভূষিত। আর এ নারী সমাজের মাধ্যমেই পৃথিবীতে পরিবার গঠিত হয়, মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় বংশ পরিক্রমা। তাই পরিবার ও সমাজ নির্মাণে যাদের অবদান সবচেয়ে বেশি তাদেরকে সঠিক দ্বীন ও আদর্শ সম্পর্কে উপদেশ দেওয়া একান্ত প্রয়োজন। যা বাস্তব জীবনে পরিপালন করতে পারলেই সুখের পরিবার গড়ে উঠবে এবং পরকালে সুখময় জান্নাত লাভে ধন্য হবে। তাই একজন আদর্শ নারীর জীবনে একাধারে সতী-সাধবী, আল্লাহর বিধান পালনকারীণী, নিজের গোপনীয়তা রক্ষাকারীণী, একনিষ্ঠা, মুমিনাহ, আনুগত্যশীলা, ধৈর্যশীলা, বিনয়ী, লজ্জাশীলা ও উদার প্রকৃতির ইত্যাদি বৈশিষ্ট্য থাকা এবং অহংকার, সংকীর্ণতা মনোরাগ, বেপর্দা, অকৃতজ্ঞতা এসব পরিহার করাই আদর্শ নারীর মূল-সোপান।

Latest reviews

  • Ikhtiar
  • 5.00 star(s)
  • Version: যায়নুল আবেদীন নুমান
সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য। সালাত ও সালাম অবতীর্ণ হোক খাতামুন নাবিয়্যিন,রাহমাতাল্লিল আ'লামিন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর উপর। বর্তমান যুগ ফিতনার যুগ,আর এই ফিতনার অন্যতম অনুষঙ্গ হচ্ছে নারী।কাফির-মুশরিকরা চায় মুসলিমরা যেন ইমান থেকে দূরে সরে যায়।এই চক্রান্তের অংশ হিসেবে ওরা চায় মুসলিম নারীরা বাইরে বের হয়ে পড়ুক।নারীদের মাধ্যমে সমাজের চরিত্র হনন করতে চায় অমুসলিমরা।আর মুসলিম নারীদেরও অধিকাংশেরই ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার ফলে তারা সহজেই ফিতনার অংশ হয়ে যায়।সমাজের চরিত্র সুন্দর ও নির্মল রাখতে হলে মুসলিম নারীদের অবশ্যই সচেতন থাকতে হবে,পর্দার ভিতর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।যারা এই বইটির সাথে সংশ্লিষ্ট, মহান আল্লাহ তাঁদের সকলকে উত্তম প্রতিদান দান করুন।
আলহামদুলিল্লাহ সময়োপযোগী সুন্দর আলোচনা। বর্তমান সময়ের জন্য এমন বইয়ের গুরুত্ব অপরিসীম।
Top