সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
আমলে ছালেহ - PDF

বাংলা বই আমলে ছালেহ - PDF শায়খ সামী মুহাম্মাদ

আমলে ছালেহ - PDF
কুরআনুল কারীম ও ছহীহ হাদীছের দলীল দ্বারা প্রমাণিত আমলকে ‘আমলে ছালেহ’ বা সৎ আমল বলে। আর দলীলবিহীন বানোয়াট আমলকে জাল আমল বা বিদ‘আত বলে। আল্লাহর কাছে শিরক মিশ্রিত ঈমানের যেমন কোন অস্তিত্ব নেই, তেমনি বিদ‘আত মিশ্রিত আমলেরও কোন মূল্য নেই। তাই কেউ আল্লাহর সাথে মুলাক্বাত করতে চাইলে তাকে শিরকমুক্ত ঈমান এবং বিদ‘আতমুক্ত সৎ আমল নিয়ে আল্লাহর সামনে হাযির হতে হবে (সূরা আল-কাহ্ফ : ১১০)। কারণ ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা মানুষের বাহ্যিক অবস্থার মূল্যায়ন করবেন না, বরং ঈমান ও সৎ আমলের মূল্যায়ন করবেন (ছহীহ মুসলিম, হা/২৫৬৪)। কিন্তু দুঃখজনক হল, অধিকাংশ মানুষ বিশুদ্ধ আক্বীদা ও সৎ আমলের বিষয়টিকে গুরুত্বই দেয় না। শুধু বেশি বেশি আমল করা নিয়ে ব্যস্ত। আমলগুলো ছহীহ দলীল ভিত্তিক হচ্ছে কি-না সেটা কেউই ভাবে না। সে জন্য অসংখ্য মানুষ যে সমস্ত আমল নিয়ে ব্যস্ত, সেগুলো দলীল বিহীন এবং যঈফ ও জাল হাদীছ ভিত্তিক। তাই তারা বিভিন্ন ইবাদতে ব্যস্ত থাকলেও তাদের মাঝে কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।
গ্রন্থটির প্রথম অংশ প্রকাশের পর পাঠকদের মাঝে দারুণ সাড়া পড়ে যায় । তারা দ্বিতীয় খন্ডের অপেক্ষায় প্রহর গুণতে থাকে । আল্লাহ তা’আলার বিশেষ রহমতে ২য় খন্ড প্রকাশিত হয়েছে । এ জন্য তাঁর শুকরিয়া আদায় করছি আল-হামদুলিল্লাহ । আশা করছি এই খন্ডটি আরো বেশি সাড়া ফেলবে ইনশাআল্লাহ ।

Latest reviews

আলহামদুলিল্লাহ ভালো
Total Threads
13,350Threads
Total Messages
17,210Comments
Total Members
3,679Members
Latest Messages
Shajib AuzidLatest member
Top