রদ্দে খারেজিয়্যাত

হাসান বাসরী রহিমাহুল্লাহর কাছে একজন খারেজী এসে বললঃ খারেজীদের সম্পর্কে আপনার মতামত কি? তিনি বললেনঃ ওরা তো দুনিয়া পূজারী!! খারেজীঃ আপনি কিভাবে এটা বলতে পারলেন? অথচ ওদের একেকজন পরিবার পরিজন ছেড়ে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া পর্যন্ত কাটিয়ে দেয়!! হাসান বাসরী রহিমাহুল্লাহ বললেনঃ তাহলে আমাকে বল, শাসকরা কি তোমাকে সালাত আদায় করতে, যাকাত দিতে, হজ ওমরাহ করতে বাধা দেয়? সেজন্যই আমি মনে করি, তারা তোমাদেরকে দুনিয়া (নেতৃত্ব) থেকে বাধা দিয়েছে, তাই তোমরা শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করছ... --(আল-বাসায়ের ওয়ায যাখায়ের, ১৫৬ পৃষ্ঠা)
খারেজী সম্প্রদায়ঃ পরিচয়, উৎপত্তি ও চিন্তাধারা - ২ ━━━━━━━━━━━━━━━━ বিভিন্ন কারণে সমাজে গৌড়ামী ও চরমপন্থার উদ্ভব হয়ে থাকে। নিয়ে গোঁড়ামী ও চরমপন্থার কয়েকটি কারণ আলােচনা করা হলােঃ গোঁড়ামীর মৌলিক কারণগুলাের মধ্যে একটা অন্যতম কারণ হলাে দ্বীনের প্রকৃত জ্ঞানের অভাব। দ্বীনি প্রজ্ঞার স্বল্পতা, দ্বীনের রহস্য উদঘাটনে ব্যর্থতা এবং তার উদ্দেশ্য-লক্ষ্য ও স্পিরিট অনুধাবনে অক্ষমতা। এসব কথার মাধ্যমে দ্বীন সম্বন্ধে পূর্ণ অজ্ঞতার কথা বুঝানাে হচ্ছে না। কারণ পূর্ণ অজ্ঞতা সম্ভবতঃ বাড়াবাড়ি ও উগ্রপন্থার দিকে নিয়ে যায় না বরং তার উল্টো দিকেই নিয়ে যায়। অর্থাৎ তা নৈতিক অবক্ষয় ও স্বেচ্ছাচারিতার দিকেই ধাবিত করে। সুতরাং প্রকৃত জ্ঞানের অভাব বলতে অপরিপক্ক জ্ঞান বুঝানাে হচ্ছে। যে 'অপরিপক্ক জ্ঞান তাকে 'জ্ঞানী বলে ধারণা দেয় অথচ সে অনেক কিছুই জানে না। সে...
ইসলামী রাষ্ট্র বনাম অনৈসলামিক রাষ্ট্র আমরা দেখেছি যে, জামাআতুল মুসলিমীন বা ‘‘তাকফীর ওয়াল হিজরা’’ সংগঠন উপনিবেশোত্তর মুসলিম দেশগুলিকে কাফির রাষ্ট্র বলে গণ্য করে। এ বিষয়ে তাদের বিভ্রান্তি আমরা নিম্নরূপে বিন্যস্ত করতে পারি: (১) আধুনিক মুসলিম রাষ্ট্রগুলি কাফির রাষ্ট। (২) কাফির রাষ্ট্র উৎখাত করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা বড় ফরয। (৩) এ ফরয পালনের জন্য জিহাদই একমাত্র পথ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা কিছু করা হয় সবই জিহাদ বলে গণ্য। (৪) এ জিহাদ পালনে রাষ্ট্রের নাগরিকদের নির্বিচারে হত্যা করা বৈধ। এভাবে তারা ইসলামী শিক্ষার বিকৃতি সাধন করেছেন। অজ্ঞতা, আক্রোশ ও আবেগ তাদেরকে এ পথে পরিচালিত করে। অথবা ইসলামকে কলঙ্কিত করতে এবং ইসলামী জাগরণকে থামিয়ে দিতে কৌশলে তাদেরকে বিভ্রান্ত করে এ সকল কথা বলানো হয়েছে। তৃতীয় ও চতুর্থ বিষয়ের বিভ্রান্তি আমরা...

Install Salafi Forum Mobile App

Download Android App

Latest books

Forum statistics

Threads
15,113
Comments
19,957
Members
5,450
Latest member
sma1
Back
Top