‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বাংলা বই মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর বিশাল জীবনের কতিপয় অধ্যায় - PDF শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।

মুহাম্মাদুর রাসূলুল্লাহ: বিশ্বনবী, সর্বশেষ নবী। তাঁকে বরণ করা সারা বিশ্বের সকল মানব ও দানবের কর্তব্য। তাঁকে বিশ্বাস ও বরণ করার মানে মুখের অনুরূপ অন্তরের অন্তস্তল থেকে দৃঢ়তার সাথে এই সত্যায়ন করা যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা এবং মানুষ ও জ্বিন উভয় সম্প্রদায়ের সকলের জন্য প্রেরিত রসূল (দূত)।

১। তিনি যে খবর বলেন, তা সত্যজ্ঞান করা
২। তিনি যে আদেশ করেন, তা পালন করা
৩। তিনি যা করতে নিষেধ করেন এবং ধমক দেন, তা হতে বিরত থাকা।
৪। তাঁর বিধান ছাড়া অন্য মতে আল্লাহর ইবাদত না করা।
৫। তাঁর তা'যীম করা
৬। তাঁকে ও তাঁর আদর্শকে ভালোবাসা
৭। তাঁর প্রতি দরূদ ও সালাম পড়া।
এ সকল ক্ষেত্রে অবজ্ঞা ও অতিরঞ্জনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়েছে এই পুস্তকে।