এইরকম বই আরও বেশি বেশি লিখে ছড়িয়ে দেওয়া উচিত।আমাদের দেশে মানুষ সালাতের গুরুত্বই বুঝে না।এদেশের মানুষ মনে করে সালাত না পড়লেও তার ইমান ঠিক আছে।অথচ এটা তাদের আত্নপ্রতারণা,কারণ তারা নিজেরাও জানে যে,তারা ইমানের কোন লক্ষণ অনুভব করে না।সালাত না পড়া নিঃসন্দেহে কুফরি এবং ইমান না থাকার বাহ্যিক লক্ষণ।