- Author
- ড. ইঞ্জিনিয়ার মোশাররফ
- Editor
- ইউসুফ ইয়াসীন
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং তাঁরই প্রেরিত রাসূল (সা)-এর মাধ্যমে হিদায়াতের সরল ও সঠিক পন্থায পৌছিয়েছেন দু’টি জিনিসের মাধ্যমে। একটি কুরআন, অপরটি সুন্নাহ। এ দু’টির মাধ্যমে মানব সমাজ চিরন্তন সত্য সঠিক কর্মপন্থা নিরুপণের সন্ধান ও পরকালের মুক্তির পথ প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন,
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّـهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ اللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ
অনুবাদ: আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন হিসাবে মনোনীত করলাম। (সূরা আল মায়িদাহ, আয়াত নং-৩)।
মুসলিমদের দৈনন্দিন জীবনে দীন জানার ব্যপারে উপদেশ পৌছানা আমাদের নৈতিক দায়িত্ব। এ বিষয়টির প্রতি তাগিদ অনুভব করে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর বিষয় ভিত্তিক ও প্রশ্নোত্তরে মাধ্যমে এই বই সংকলন করা হয়েছে। বইটি রচনা করেছেন ড. ইঞ্জিনিয়ার মোশাররফ। সম্পাদনা করেছেন ইউসুফ ইয়াসীন।
বইটির অনন্য বৈশিষ্ট্য :
বইটিতে বিষয়ভিত্তিক আলোচনা গুলো অতি সংক্ষিপ্ত ও সহজ করে লেখা হয়েছে। যাতে সাধারন শিক্ষিতরাও বুঝতে পারে।
বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে আরো সহজ করার জন্য পয়েন্ট আকারে লেখা হয়েছে।
সব বিষয় কুরআন ও সুন্নাহর আলোকে রচনা করা হয়েছে।
বিষয়ের প্রমাণপঞ্জি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত কুরআন ও সহীহ হাদীস থেকে বর্ণনা করা হয়েছে।
পরবর্তীতে সমাজে প্রচলিত রীতি-নীতির সাথে তুলনা করা হয়েছে।
কোন দল/মত/পথকে কে প্রচার করার বা হেয় করার জন্য কিছু উল্লেখ করা হয়নি।
বইয়ের শেষে সংক্ষিপ্ত সালাতের সময়সূচী বিদ্যমান
বইয়ের শেষে হাদীসের পরিভাষার সংক্ষিপ্তভাবে বিদ্যমান
পরিশেষে বইটি বাজারে বিদ্যমান নয়, যারা প্রচার করতে চান তারা প্রকাশকের কাছ থেকে কিনে প্রচার করতে পারেন। বইটির বহুল প্রচার আমরা আশা করি।
প্রকাশকের ঠিকানা:
মো: আশরাফ হোসেন, পবা, রাজশাহী।
মোবাইল: ০১৫৫২-৩৯৯৬০০, ০১৭১৪-৫৫৬০০৮, ০১৭১৫-৬৯৬৯৮৪, ০১৮২৪-৮৬৮০১২
এক নজরে বইটি:
দীন ইসলাম-এর জানা-অজানা
সংকলন: ড. ইঞ্জিনিয়ার মোশাররফ
সম্পাদনা: ইউসুফ ইয়াসীন
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّـهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ اللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ
অনুবাদ: আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন হিসাবে মনোনীত করলাম। (সূরা আল মায়িদাহ, আয়াত নং-৩)।
মুসলিমদের দৈনন্দিন জীবনে দীন জানার ব্যপারে উপদেশ পৌছানা আমাদের নৈতিক দায়িত্ব। এ বিষয়টির প্রতি তাগিদ অনুভব করে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর বিষয় ভিত্তিক ও প্রশ্নোত্তরে মাধ্যমে এই বই সংকলন করা হয়েছে। বইটি রচনা করেছেন ড. ইঞ্জিনিয়ার মোশাররফ। সম্পাদনা করেছেন ইউসুফ ইয়াসীন।
বইটির অনন্য বৈশিষ্ট্য :
বইটিতে বিষয়ভিত্তিক আলোচনা গুলো অতি সংক্ষিপ্ত ও সহজ করে লেখা হয়েছে। যাতে সাধারন শিক্ষিতরাও বুঝতে পারে।
বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে আরো সহজ করার জন্য পয়েন্ট আকারে লেখা হয়েছে।
সব বিষয় কুরআন ও সুন্নাহর আলোকে রচনা করা হয়েছে।
বিষয়ের প্রমাণপঞ্জি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত কুরআন ও সহীহ হাদীস থেকে বর্ণনা করা হয়েছে।
পরবর্তীতে সমাজে প্রচলিত রীতি-নীতির সাথে তুলনা করা হয়েছে।
কোন দল/মত/পথকে কে প্রচার করার বা হেয় করার জন্য কিছু উল্লেখ করা হয়নি।
বইয়ের শেষে সংক্ষিপ্ত সালাতের সময়সূচী বিদ্যমান
বইয়ের শেষে হাদীসের পরিভাষার সংক্ষিপ্তভাবে বিদ্যমান
পরিশেষে বইটি বাজারে বিদ্যমান নয়, যারা প্রচার করতে চান তারা প্রকাশকের কাছ থেকে কিনে প্রচার করতে পারেন। বইটির বহুল প্রচার আমরা আশা করি।
প্রকাশকের ঠিকানা:
মো: আশরাফ হোসেন, পবা, রাজশাহী।
মোবাইল: ০১৫৫২-৩৯৯৬০০, ০১৭১৪-৫৫৬০০৮, ০১৭১৫-৬৯৬৯৮৪, ০১৮২৪-৮৬৮০১২
এক নজরে বইটি:
দীন ইসলাম-এর জানা-অজানা
সংকলন: ড. ইঞ্জিনিয়ার মোশাররফ
সম্পাদনা: ইউসুফ ইয়াসীন