আকিদা ‘তাওহীদপন্থি আহলুল কিবলার কেউ মারা গেলে তার জানাযা পড়া হবে'। লেখকের এ কথায় কি মুনাফিকরা প্রবেশ করবে?

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
653
Comments
796
Reactions
6,947
জবাব : যদি সে কুফর প্রকাশ না-করে, তাহলে তার জানাযা পড়া হবে, তাকে গোসল দেওয়া হবে, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে, সে ওয়ারিস হবে এবং সে ওয়ারিস বানিয়ে যাবে। কিন্তু যদি কুফর প্রকাশ করে, তাহলে তার জানাযা পড়া হবে না। মুনাফিকদের ক্ষেত্রে দুনিয়াতে বাহ্যিকভাবে ইসলামের বিধিবিধান কার্যকর হবে। তাদের মধ্যকার যে নিজের নিফাকী প্রকাশ করবে, তাকে হত্যা করা হবে। আর যে নিজের নিফাকী প্রকাশ করেনি, তার সাথে দুনিয়াতে মুসলিমদের মতো লেনদেন করতে হবে। তবে পরকালে এটি তার কোনো উপকারে আসবে না; বরং সে জাহান্নামের সবচেয়ে নিম্নস্তরে অবস্থান করবে। আল্লাহ তাআলার কাছে শান্তি ও ক্ষমা প্রার্থনা করি।

— শারহু উসূলিস সুন্নাহ (বিলিভার্স ভিশন পাবলিকেশন্স)
 
Back
Top