আকিদা নবী (ﷺ) এর শাফায়াত হবে এমন তাওহীদপন্থীদের ব্যপারে যারা গুনাহ ও ত্রুটি-বিচ্যুতিতে লিপ্ত থাকায় তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,105
Comments
1,296
Solutions
1
Reactions
12,206
১. আবূ সাঈদ আল-খুদরী রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নাবী ছল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন: “জাহান্নামের অধিবাসীরা তারা তো জাহান্নামেই যাবে। সেখানে তারা মারাও যাবে না আবার বেঁচেও থাকবে না। তবে সেখানে এমন কিছু সম্প্রদায় প্রবেশ করবে তাদের গুনাহসমূহ এবং তাদের ত্রুটি-বিচ্যুতির জন্য।এমনকি তারা কয়লা হয়ে যাবে আর তখন শাফা'আতের জন্য অনুমতি প্রদান করা হবে।” তিনি বলেন: “এরপর তারা বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত হয়ে সেখান থেকে বের হবে এবং তারা জান্নাতের নদীসমূহের মধ্যে নিক্ষিপ্ত হবে। আর তখন বলা হবে: জান্নাতের অধিবাসীরা তোমরা তাদের উপরে পানি ঢেলে দাও। তখন তারা এমনভাবে উজ্জ্বল হয়ে উজ্জীবিত হয়ে উঠবে, যেভাবে বন্যায় ভাসমান স্তুপের মধ্যে কোন বীজ অঙ্কুরিত হয়। (সহীহ মুসলিম)

২. আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কতকগুলো সম্প্রদায় তাদের গুনাহর কারণে শাস্তি হিসেবে জাহান্নামের আগুনে পৌঁছবে। অতঃপর আল্লাহ্ নিজ রহমতে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। তাদেরকে ‘জাহান্নামী’ বলা হবে। (বুখারী, হা. ৭৪৫০)
 
Back
Top