হাদীসের নামে মিথ্যা বলার সূচনা

Joined
Feb 23, 2024
Threads
62
Comments
84
Reactions
782
হাদীসের নামে মিথ্যা বলার সূচনা

রাসূলের জীবদ্দশায় কতিপয় মুনাফিক রাসূল (স) এর নামে মিথ্যা বললেও তাদের গ্রহণযোগ্যতা ছিল না। তাদের মিথ্যাবাদিতা সকলের জ্ঞাত ছিল। মহান আল্লাহ 'আযযা ওয়া জাল্লা বলেন:
إِذَا جَاءَكَ الْمُنْفِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللهِ وَ اللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنْفِقِينَ لَكَذِبُونَ
“যখন তোমার কাছে মুনাফিকরা আসে, তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ জানেন যে, অবশ্যই তুমি তাঁর রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী।”২

২ সূরা আলমুনাফিকূন (৬৩): ১আয়াত।​

ইহুদিদের এক বড়ো পণ্ডিত আব্দুল্লাহ্ ইবন সাবা সর্বপ্রথম রাসূলুল্লাহ্ (স) এর নামে জাল হাদীসের প্রচারণা শুরু করে। সে উসমান (র) এর সময়ে ইসলাম গ্রহণ করে। তার ইসলাম গ্রহণের উদ্দ্যেশ্য ছিল মুসলিমদের বিভ্রান্ত করা, মুসলিমদের মাঝে জাল হাদীসের প্রসার করা। সে হিযায, বসরা, সিরিয়া, কুফা ঘুরে সর্বশেষ মিশরে গিয়ে আলী (র) এর ব্যাপারে মিথ্যা হাদীস বলা শুরু করে। মিশরের শিয়া সম্প্রদায় আলী (র) এর ব্যাপারে প্রচারিত মিথ্যা হাদীসসমূহ শুনে আব্দুল্লাহ্ ইব্‌ন সাবাকে বড়ো বুজুর্গ জ্ঞান করে তাকে ও তার সহচরদের মান্য করতে শুরু করে। এই সুযোগে ইবনু সাবা ও তার দল রাসূল (স) এর নামে অসংখ্য মিথ্যা হাদীস বানিয়েছে।

মুখতার ইবন আবূ উবায়েদ সাকাফী (১-৬৭ হি.) নামে অপর আরেকজন নবী (স) এর নামে মিথ্যা হাদীস বানিয়েছে। এছাড়াও ইহুদী, শিয়া, খারেজি ইত্যাদি ভ্রান্ত সম্প্রদায় যুগে যুগে রাসূল (স) এর নামে মিথ্যা হাদীস বানিয়েছে।''৩

৩ হাদীসের নামে জালিয়াতি, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (২০১৬ খ্রি.), পৃ. ৫২-৫৪।​

সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস
ড. মোহাম্মদ ইমাম হোসাইন সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, বাংলাদেশ​
 
Similar threads Most view View more
Back
Top