১. রিদ্দা তথা মুরতাদ হয়ে গেলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে।
২. মারা গেলে।
৩. সিয়াম ভঙ্গ ফেলার দৃঢ় নিয়ত করলে।
৪. সিয়াম রাখা বা ভেঙে ফেলার ব্যাপারে সন্দিহান হলে।
৫. ইচ্ছাকৃত বমি করলে।
৬. পশ্চাত পথ দিয়ে বা ইনজেকশন করে শরীরে খাদ্য ঢুকালে।
৭. হায়েজ, নিফাসের রক্ত বের হলে।
৮. মুখে কফ জমা করে গিলে ফেললে।
৯. শিঙ্গা (হিজামা) লাগালে শিঙ্গাকারী ও শিঙ্গাকৃত ব্যক্তি উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে যাবে।
১০. স্ত্রীর দিকে বারবার চেয়ে থাকার কারণে ইচ্ছাকৃত বীর্যপাত হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে।
১১. স্ত্রীকে চুম্বন বা তার শরীর স্পর্শ করে বা হস্তমৈথুন বা যৌনাঙ্গ ব্যতীত অন্যপথে সহবাস করার কারণে মনি (বীর্যপাত) বা মযী বের হলে।
১২. পেটে, গলায় বা ব্রেণে খাদ্য ও পানীয় জাতীয় কিছু চলে গেলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে।
[সূত্র: উমদাতুল আহকাম, ১ম খন্ড; শাইখ ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া]
২. মারা গেলে।
৩. সিয়াম ভঙ্গ ফেলার দৃঢ় নিয়ত করলে।
৪. সিয়াম রাখা বা ভেঙে ফেলার ব্যাপারে সন্দিহান হলে।
৫. ইচ্ছাকৃত বমি করলে।
৬. পশ্চাত পথ দিয়ে বা ইনজেকশন করে শরীরে খাদ্য ঢুকালে।
৭. হায়েজ, নিফাসের রক্ত বের হলে।
৮. মুখে কফ জমা করে গিলে ফেললে।
৯. শিঙ্গা (হিজামা) লাগালে শিঙ্গাকারী ও শিঙ্গাকৃত ব্যক্তি উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে যাবে।
১০. স্ত্রীর দিকে বারবার চেয়ে থাকার কারণে ইচ্ছাকৃত বীর্যপাত হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে।
১১. স্ত্রীকে চুম্বন বা তার শরীর স্পর্শ করে বা হস্তমৈথুন বা যৌনাঙ্গ ব্যতীত অন্যপথে সহবাস করার কারণে মনি (বীর্যপাত) বা মযী বের হলে।
১২. পেটে, গলায় বা ব্রেণে খাদ্য ও পানীয় জাতীয় কিছু চলে গেলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে।
[সূত্র: উমদাতুল আহকাম, ১ম খন্ড; শাইখ ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া]
Last edited: