সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

লাইলাতুন নিসফি মিন শা'বান বা শা'বানের মধ্য রাত্রির পরদিন সিয়াম পালন প্রসঙ্গ

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
792
Comments
931
Reactions
8,773
Credits
4,127
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু সহীহ হাদীসে প্রমাণিত হয়েছে যে, তিনি শা'বান মাসে সবচেয়ে বেশী সাওম রাখতেন। সে হিসাবে যদি কেউ শা'বান মাসে সাওম রাখেন তবে তা সুন্নাত। শা'বান মাসের শেষ দিন ছাড়া বাকী যে কোনো দিন সাওম রাখা জায়েয বা সাওয়াবের কাজ। তবে সাওম রাখার সময় নিয়ত এই হতে হবে যে, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শা'বান মাসে সাওম পালন করেছিলেন তাকে অনুসরণ করে সাওম রাখা হচ্ছে। অথবা যদি কারও আইয়ামে বীযের নফল সাওম তথা মাসের ১৩, ১৪, ১৫ এ তিনদিন সাওম রাখার নিয়ম থাকে তিনিও সাওম রাখতে পারেন। কিন্তু নির্দিষ্টকরে শুধুমাত্র শা'বানের পনেরো তারিখ সাওম রাখা বিদ'আত হবে। কারণ শরীআতে এ সাওমের কোনো ভিত্তি নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মধ্য শা'বানের একদিন সিয়াম পালন করার ভিত্তি নেই। বরং এ কাজটি মাকরূহ হবে। তাই, এ দিনে খাবার-দাবারের আয়োজন করা, ব্যাপকভাবে সাজসজ্জা করা বিদ'আত হবে। [ইকতিদাউস সিরাতুল মুস্তাকীম, পৃষ্ঠা- ৩০২, ৩০৩]



[রেফারেন্সঃ শা'বান মাস এবং শবে বরাত বই থেকে; লেখকঃ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ; প্রকাশনায়ঃ মাকতাবাত আলমুফলিহুন-Maktabat Al Muflihun]
 
Last edited by a moderator:
COMMENTS ARE BELOW
Top