সালাত ত্যাগকারীর নিকট কোন সালাত মেয়েকে বিবাহ দেয়া বৈধ নয় এমনকি বিবাহ সম্পাদিত হলেও তা রহিত বলে গণ্য হবে। তার জন্য উক্ত সলাত আদায়কারিণী মহিলা হালাল হবে না ।
আল্লাহ্ তা'আলা বলেনঃ
“যদি তোমরা জানতে পার যে, তারা ঈমানদার মহিলা তাহলে তাদেরকে কাফিরদের নিকট পাঠিয়ে দিও না। ঈমানদার নারীরা কাফিরদের জন্য বৈধ নয়। তেমনিভাবে কাফিররাও ঈমানদার নারীদের জন্য বৈধ নয়” । (সূরা মুম্তাহিনাহ্ : ১০)
কোন ব্যক্তি সলাত আদায়কারী ছিল তবে পরবর্তীতে সে সলাত ছেড়ে দেয় অথচ তার স্ত্রী এখনো সলাত আদায়কারী তাহলে তাদের বিবাহ বন্ধন রহিত বলে গণ্য হবে এবং উক্ত স্ত্রী তার জন্য হালাল হবে না। তবে উক্ত স্ত্রীর সাথে সহবাস করে থাকলে পূর্ণ দেনমহর দিতে হবে। অন্যথায় অর্ধেক দিতে হবে।
আল্লাহ্ তা'আলা বলেনঃ
فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ، لَا هُنَّ حِلٌّ لَهُمْ وَلَا هُمْ يَحِلُّوْنَ لَهُنَّ
“যদি তোমরা জানতে পার যে, তারা ঈমানদার মহিলা তাহলে তাদেরকে কাফিরদের নিকট পাঠিয়ে দিও না। ঈমানদার নারীরা কাফিরদের জন্য বৈধ নয়। তেমনিভাবে কাফিররাও ঈমানদার নারীদের জন্য বৈধ নয়” । (সূরা মুম্তাহিনাহ্ : ১০)
কোন ব্যক্তি সলাত আদায়কারী ছিল তবে পরবর্তীতে সে সলাত ছেড়ে দেয় অথচ তার স্ত্রী এখনো সলাত আদায়কারী তাহলে তাদের বিবাহ বন্ধন রহিত বলে গণ্য হবে এবং উক্ত স্ত্রী তার জন্য হালাল হবে না। তবে উক্ত স্ত্রীর সাথে সহবাস করে থাকলে পূর্ণ দেনমহর দিতে হবে। অন্যথায় অর্ধেক দিতে হবে।