‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রবন্ধ শাসক বিদ্রোহীদের সকল যুক্তির খন্ডন

বর্তমান শাসকদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কথোপকথন...!!!

১) শাসক জালেম হলে আমরা কিভাবে তার থেকে রেহাই পাব??


২) কিন্তু সে তো শরীয়ত মোতাবেক শাসন করে না!!


মানব দেহে শয়তানের অন্তর লালন করবে।" আমি বললাম: হে আল্লাহর রাসূল, এরকম সময়ে আমি কি করব?? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তুমি শাসকের কথা শুনবে ও মানবে, যদিও সে তোমাকে মেরে তোমার সম্পদ দখল করে নেয়। তথাপিও তুমি তার আনুগত্য করবে।" -(মুসলিম/১৮৪৭)

৩) শাসক তো আমার সবকিছু নিয়ে নিল!!আমাকে সে কষ্ট দিচ্ছে!!


তোমাকে মেরে তোমার সম্পদ দখল করে নেয়। তথাপিও তুমি তার আনুগত্য করবে।" -(মুসলিম/১৮৪৭)।

৪) কিন্তু সে তো আমাদের সবকিছু নিয়ে জুলুম করছে, আমাদের বঞ্চিত করছে ?!!


৫) আচ্ছা সে যদি আমাকে আল্লাহর অবাধ্যতামূলক কোনো কাজ করার কথা বলে??


৬) আমি যদি তাকে উপদেশ দিতে চাই ??


না বলে বরং তার হাত ধরে গোপনে বলে। গ্রহণ করলে তো হলোই, না হলে সে তার দায়িত্ব পালন করেছে।" -(কিতাবুস সুন্নাহ/১০৯৭; ছহীহ)।

৭) গোপনে উপদেশ দেয়ার সময় সে যদি আমাকে হত্যা করে??


এবং ঐ ব্যক্তি যে শাসককে ভালো-মন্দের উপদেশ দিল আর শাসক তাকে হত্যা করে দিল।" -(হাকেম, ৩/২১৫; সিলসিলাহ ছহীহাহ/৩৭৪)।

৮) আর আমাকে যদি হত্যা না করে??


৯) আমি প্রকাশ্যে বললে সমস্যা কি, সে তো আমাকে জুলুম করেছে??


১০) আমি মিছিল করার সময় সরকার যদি আমাকে হত্যা করে??


১১) তাহলে শেষমেশ কি দাঁড়ালো?এটাই কি তাহলে (حسن الخاتم) উত্তম সমাপ্তি??(কণ্ঠে অসন্তুষ্টির ছাপ)


১২) এখন তাহলে আমাদের করণীয় কি??


১৩) ঠিক আছে, আমি মিটিং মিছিল করলাম না, কিন্তু আমি যে তাকে গালি দিতে পছন্দ করি!!


১৪) ঠিক আছে, আমি মিছিলও করব না, গালিও দিব না। তবে সে যে আমার নেতা তাও আমি স্বীকার করব না!!


১৫) কিন্তু সে তো জোর করে ক্ষমতা হাতিয়ে নিয়েছে??


[নোট: ইসলামী বিধান মতে দাস কখনো স্বাধীনদের উপর কর্তৃত্ব করতে পারে না। তাই এই হাদীসে ইঙ্গিত দেয়া হয়েছে যে, কোনো দাসও যদি ক্ষমতা দখল করে তাকেও অনুসরণ করতে হবে। -অনুবাদক]।

১৬) কিন্তু এটা তো নির্ঘাত জুলুম!!আর সে তো ক্ষমতা পাওয়ার হকদার না!!


১৭) কিন্তু অনেক শায়খ তো শাসকদের বিরুদ্ধে কথা বলে!!


১৮) তাহলে এসব শায়খদের যারা অনুসরণ করে ও এরকম সংগঠনের যারা সদস্য, তারা কি করবে??


১৯) ঠিক আছে, আমি সব দল‌ থেকে আলাদা হয়ে যাব, কিন্তু আমার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনকে আমি সরকারের বিরুদ্ধে লাগাব বা তাদের পক্ষে সরকারের বিরোধিতা করব!!


২০) তা এইসব ফিতনা থেকে দূরে থাকার ছওয়াব কি?



২১) কিন্তু পরিবর্তনটা আসবে তাহলে কিভাবে??


২২) এতসব দলীল-আদিল্লা থেকে যে মুখ ফিরিয়ে নিয়ে নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তার কি হবে??


২৩) এখন আপনি আমাকে কিসের উপদেশ দেন?


২৪) দোয়া করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন!!(কণ্ঠে অনুশোচনার সুর)


[মক্কার মুফতি শাইখ বাযমূল হাফিযাহুল্লাহ এর পেজ থেকে অনূদিত]

অনুবাদ করেছেন: আমার স্নেহের ছাত্র শাইখ ইয়াকুব বিন আবুল কালাম। আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন।

সংগ্রহ : উস্তাদ শাইখ আব্দুর রউফ মাদানী হতে।
 

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
148
Comments
227
Solutions
1
Reactions
1,485
Credits
1,380
জাযাকাল্লাহ খাইরান
ওয়া-আনতুম ফা-জাযাকুমুল্লাহু খায়রান
 

Share this page