শরীয়তে অটল থাকবেন কিভাবে - শরীয়তে অটল থাকবেন কিভাবে বইয়ের পিডিএফ ফ্রি ডাউনলোড করুন
হে মুমিনগণ! রবকে যথাযথভাবে ভয় করুন এবং দ্বীনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। (আর এটা বাস্তবায়নে) আপনাদের রবের তাওহীদ বাস্তবায়ন করুন, নবীর অনুসরণ করুন এবং মুসলিম জামা'আতকে আঁকড়ে ধরুন; কেননা আল্লাহর হাত জামা'আতের সাথেই রয়েছে।
আল্লাহ তা'আলা বলেন, হে মুমিনগণ! তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং তোমরা মুসলিম (পরিপূর্ণ আত্মসমর্পণকারী) না হয়ে কোন অবস্থাতেই মৃত্যুবরণ করো না।'
অন্যত্র বলেন, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামী কালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; তোমরা যা কর নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।”
জেনে রাখুন, -আল্লাহ আপনাদের প্রতি রহম করুন- শরীয়তের প্রজ্ঞাপূর্ণ অন্যতম দিক হলো: অনেক গভীর ও বড় বিষয়কে কম শব্দে প্রকাশ করা। কখনো হয়তোবা ব্যাপক ও বিস্তৃত অর্থকে একটি মাত্র শব্দ বলে ব্যক্ত করা হয়েছে।
Read more about this resource...
হে মুমিনগণ! রবকে যথাযথভাবে ভয় করুন এবং দ্বীনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। (আর এটা বাস্তবায়নে) আপনাদের রবের তাওহীদ বাস্তবায়ন করুন, নবীর অনুসরণ করুন এবং মুসলিম জামা'আতকে আঁকড়ে ধরুন; কেননা আল্লাহর হাত জামা'আতের সাথেই রয়েছে।
আল্লাহ তা'আলা বলেন, হে মুমিনগণ! তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং তোমরা মুসলিম (পরিপূর্ণ আত্মসমর্পণকারী) না হয়ে কোন অবস্থাতেই মৃত্যুবরণ করো না।'
অন্যত্র বলেন, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামী কালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; তোমরা যা কর নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।”
জেনে রাখুন, -আল্লাহ আপনাদের প্রতি রহম করুন- শরীয়তের প্রজ্ঞাপূর্ণ অন্যতম দিক হলো: অনেক গভীর ও বড় বিষয়কে কম শব্দে প্রকাশ করা। কখনো হয়তোবা ব্যাপক ও বিস্তৃত অর্থকে একটি মাত্র শব্দ বলে ব্যক্ত করা হয়েছে।
Read more about this resource...