সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা - PDF

বাংলা বই ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা - PDF শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী

Joynal Bin Tofajjal

Student Of Knowledge

Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
Threads
344
Comments
479
Reactions
5,009
Credits
3,394
ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা - ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা বইয়ের পিডিএফ ফ্রি ডাউনলোড করুন

একটা বই হলে কেমন হয় যেখানে পুরো ইসলামের উসুল বা মূলনীতিগুলো থাকবে, ২-১ টা উদাহরণ সহ যেমন দ্বীনের একটা উসুল হচ্ছে ‘কল্যাণ আনয়নের চেয়ে অকল্যাণ দূর করা জরুরী’
এই উসুলের উদাহরণ হিসাবে এমন আসতে পারে যে, ফেসবুকে ব্যবহার করাতে আপনি যদি কল্যাণের পাশাপাশি ফিতনায় পরে যান তাহলে এটা আপনাকে ত্যাগ করতে হবে যেহেতু একই দরজা দিয়ে আপনার কাছে কল্যাণ অকল্যাণ ২টাই ঢুকে পড়ছে আর আপনি অকল্যাণ আটকাতে পারছেন না এক্ষেত্রে দ্বীনের নীতিমালা হচ্ছে আপনি অকল্যানের দরজা বন্ধ করে দিবেন।

এরকম প্রতিটা ক্ষেত্রে কিছু উদাহরণ দিয়ে যদি বইটা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য এটা একটা বিরাট খিদমত হয়ে যাবে ইন শা আল্লাহ। শাইখ কথা দিয়েছিলেন লিখবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তা’লা শাইখকে তাওফিক দিয়েছেন কাজটা শেষ করার। শাইখ বইটাতে প্রায় ১৮০টার মত নীতিমালা একত্র করেছেন সুবহানাল্লাহি বিহামদিহ। যারা ইলম অর্জন করতে চান তাদের জন্য এটা একটা অমৃত সুধা হবে ইন শা আল্লাহ। শাইখ বইটির নাম রেখেছেন ‘ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা’ আল্লাহ তা’লা এই খিদমতকে লেখকের, প্রকাশকের, প্রকাশক টিমের, পাঠকদের জান্নাতের উসিলা বানিয়ে দিন, আমীন ইয়া রব্বাল আ’লামিন।

Read more about this resource...
 

Attachments

  • ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা.webp
    ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা.webp
    91.8 KB · Views: 8
Last edited by a moderator:
Top